কর্মপ্রার্থীদের সহায়তায় বৃহস্পতিবার থেকে ৪ দিনের পরামর্শ শিবির শুরু হল কাটোয়ায়। আয়োজনে, কাটোয়া কর্মবিনিয়োগ কেন্দ্র ও কাটোয়া কলেজ। উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার। কর্ম বিনিয়োগ কেন্দ্রের আধিকারিক বিক্রম রায় জানান, বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের পদ্ধতি ও পরীক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে শিবিরে।