টুকরো খবর

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেটের ফাইনালে উঠতে পারল না বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগ। বৃহস্পতিবার তারা ১৫ রানে চন্দননগর গর্ভমেন্ট কলেজের কাছে হেরে যায়। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানে ৬ উইকেট পড়ে যায় চন্দননগরের। সেখানে থেকে ৩৩.১ ওভারে চন্দননগর ১৫৫ রান তুলতে সক্ষম হয়। চন্দননগরের গোপাল বসাকের ৪০ ও শুভ মিস্ত্রির ২৭ বিপর্যয় কাটাতে কিছুটা সাহায্য করে।

Advertisement
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৪ ০১:১৬
Share:

চন্দননগরের কাছে হার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

Advertisement


মোহনবাগান মাঠে আন্ত:কলেজ ক্রিকেট প্রতিযোগিতার একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র।

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেটের ফাইনালে উঠতে পারল না বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগ। বৃহস্পতিবার তারা ১৫ রানে চন্দননগর গর্ভমেন্ট কলেজের কাছে হেরে যায়। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪০ রানে ৬ উইকেট পড়ে যায় চন্দননগরের। সেখানে থেকে ৩৩.১ ওভারে চন্দননগর ১৫৫ রান তুলতে সক্ষম হয়। চন্দননগরের গোপাল বসাকের ৪০ ও শুভ মিস্ত্রির ২৭ বিপর্যয় কাটাতে কিছুটা সাহায্য করে। পরে ব্যাট করতে নেমে স্নাতকোত্তর বিভাগ ৩৫ ওভারে ১৪০ রান করে। স্নাতকোত্তর বিভাগের ঋভু ভট্টাচার্য ৩০ রানে ৩, সুরজিত দাস ৯ রানে ২ ও উৎপল ঘোষাল ২৩ রানে ২ উইকেট দখল করেন। তাদের রাকেশ কুন্ডু ৩১ কৌশিক সরকার ২৯ করেন। চন্দননগরের পেস বোলার শুভজিত মণ্ডল মাত্র ২৭ রানে ৫ উইকেট নিয়ে দলকে জেতান। আগামী ৮ এপ্রিল চন্দননগর ফাইনাল খেলবে বর্ধমান রাজ কলেজের বিরুদ্ধে।

Advertisement

তৃণমূল নেতার বাড়িতে বোমা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল মঙ্গলকোটে। বুধবার গভীর রাতে মঙ্গলকোটের লাখুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। সিপিএমের আট কর্মী সমর্থকের নামে অভিযোগও করেছেন ওই নেতা। বৃহস্পতিবার দুপুরে ওই তৃণমূল নেতা তরুণ চন্দ মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগে জানান, মিরপুর গ্রামের সিপিএম নেতা দিলীপ রায় মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর থেকেই সিপিএমের দুষ্কৃতীরা নানা ভাবে হুমকি দিচ্ছিল। বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে সিপিএমের ওই দুষ্কৃতীরা বোমা ছোড়ে। তাতে বাড়ির দরজা-জানলা ভেঙে গিয়েছে। এমনকী আশেপাশের বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে বলেও তরুণবাবুর অভিযোগ। সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বোমার টুকরো সংগ্রহ করে নিয়ে আসে। বর্ধমান জেলা পুলিশের এক কর্তা বলেন, “একটাই কৌটো বোমা ছোড়া হয়েছে। বোমাটি সাধারণ বোমার থেকে বেশ শক্তিশালী।” এ দিন বিকালে ঘটনাস্থলে যান মঙ্গলকোটের বিডিও সুশান্তকুমার মণ্ডলও। সিপিএম অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে। দলের তরফে বলা হয়েছে, তৃণমূলের দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দের জেরেই ওই বোমাবাজি। সিপিএমের ভাগীরথী অজয় জোনাল কমিটির সম্পাদক দুর্যোধন সর বলেন, “আমাদের কর্মীরা রাস্তায় বেরিয়ে রাজনৈতিক কাজকর্ম করছেন। তাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে।” মঙ্গলকোট ব্লকের তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরী বলেন, “১০ তারিখে মঙ্গলকোটে আসছেন মুখ্যমন্ত্রী। তার আগে মঙ্গলকোটে অশান্তি পাকানোর চেষ্টা করছে সিপিএম।”

বেতন চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের নেতৃত্বে ন্যূনতম সরকার নির্ধারিত বেতন-সহ এক গুচ্ছ দাবির ভিত্তিতে জামুড়িয়ার সাতগ্রাম এরিয়া কার্যালয়ে বিক্ষোভ দেখালেন সংস্থায় নিযুক্ত ঠিকাকর্মীরা। তাঁদের দাবি, কেন্দ্র নির্ধারিত দিন মজুরির অর্ধেকও ইসিএল কর্তৃপক্ষ ঠিকাকর্মীদের দেন না। এ ছাড়া চিকিৎসাজনিত সুযোগ-সহ বিভিন্ন পরিষেবা থেকেও তাঁরা বঞ্চিত। এরিয়ার ডেপুটি পার্সোনেল ম্যানেজার এস কে দে জানান, দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

জিতল শ্রীলতা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার প্লে-অফ ম্যাচে জয়ী হয় শ্রীলতা ইনস্টিটিউট চিত্তরঞ্জন। বৃহস্পতিবার তারা আসানসোল স্টেডিয়ামে হরিপুর এসএ-কে ৪ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে হরিপুর সব ক’টি উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে শ্রীলতা ৬ উইকেটে জয়ের রান তুলে নেয়। আয়োজক সংস্থা জানিয়েছে, শ্রীলতা ও আসানসোল সিএ পয়েন্টের নিরিখে সুপার ডিভিশনে উঠল।

হারল সেভেন আপ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

মৌটুসি স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবার জয়ী হল নাইন ওয়ারিয়র। তারা গুপ্তা ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে সেভেন আপকে ৪-০ গোলে হারায়। এই প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হয় বিন্দাস। তারা ওন গোলকে ১-০ গোলে হারায়।

গাড়ি থেকে মিলল অস্ত্র, গ্রেফতার তিন

প্রেসের স্টিকার লাগানো গাড়ি থেকে গুলি ভরা পাইপগান ও ড্যাগার উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ভাতারের মুরাতিপুরের ঘটনা। পুলিশ জানায়, দুপুরে রাস্তায় দাঁড়িয়ে তল্লাশি চালানোর সময় শিলিগুড়ি থেকে কলকাতামুখী ওই গাড়িটিকে দাঁড় করানো হয়। গাড়িটি থেকে আগ্নেয়াস্ত্র, দুটি বড় ছোরা, একটি হাঁসুয়া, দুটি লোহার রড মিলেছে। তা ছাড়াও কিছু নেপালের মুদ্রা, নতুন জামাকাপড়, নতুন জুতো ও কিছু অলঙ্কারও পাওয়া গিয়েছে। গাড়িতে যে তিন জন ছিলেন তাদের নাম দেবাশিস মাজি, প্রশান্ত রায় ও সুমন মাজি। প্রথমজন বাঁকুড়ার কোতুলপুর থানার রাধামাধবপুরের বাসিন্দা। দ্বিতীয় জনের বেনিয়াচকে ও শেষজনের বাড়ি বর্ধমানের বড়নীলপুরে। এদের মধ্যে দেবাশিস মাজি নিজেকে দিল্লি দুরদর্শন-১ (ডিডি-১) কেন্দ্রের সাংবাদিক বলে দাবি করে পরিচয় পত্রও দেখান। তবে পুলিশ জানিয়েছে, ওই পরিচয়পত্র আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ওই তিন জন চোরাই বালি বোঝাই ট্রাক ও অন্যান্য অবৈধ মাল বহনকারী যানবাহনের কাছ থেকে তোলা আদায় করত। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৃতদের শুক্রবার আদালতে হাজির তোলা হবে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাব।”

ঠিকা শ্রমিকদের বিক্ষোভ

ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের নেতৃত্বে ন্যুনতম সরকার নির্ধারিত বেতন-সহ এক গুচ্ছ দাবি নিয়ে জামুড়িয়ার সাতগ্রাম এরিয়া কার্যালয়ে বিক্ষোভ দেখালেন ওই সংস্থায় নিযুক্ত ঠিকা কর্মীরা। তাঁদের দাবি, কেন্দ্র সরকার নির্ধারিত দিনমজুরির অর্ধেকও ইসিএল কর্তৃপক্ষ ঠিকা কর্মীদের দেন না। এ ছাড়া চিকিৎসাজনিত সুযোগ-সহ বিভিন্ন পরিষেবা থেকেও তাঁরা বঞ্চিত। এ সবের প্রতিকার চেয়েই এ দিন বিক্ষোভ দেখান তাঁরা। এরিয়ার ডেপুটি পার্সোনেল ম্যানেজার এস কে দে জানান. দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। যা ব্যবস্থা করার তাঁরা করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement