টুকরো খবর

চোর সন্দেহে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাকে কাটোয়া কলেজ থেকে তাড়া করে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সোমবার দুপুরে কাটোয়া কলেজ থেকে কিছুটা দূরে মহকুমা হাসপাতালের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, টিএমসিপির ওই ছাত্র নেতার নাম রাজকুমার প্রামাণিক। কাটোয়া কলেজের বি কম দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি।

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০২:১৭
Share:

ছাত্রনেতাকে চোর সন্দেহে মার, অভিযোগ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

চোর সন্দেহে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাকে কাটোয়া কলেজ থেকে তাড়া করে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সোমবার দুপুরে কাটোয়া কলেজ থেকে কিছুটা দূরে মহকুমা হাসপাতালের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, টিএমসিপির ওই ছাত্র নেতার নাম রাজকুমার প্রামাণিক। কাটোয়া কলেজের বি কম দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। এ বছর কলেজ ভোটে টিএমসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি। বর্তমানে গুরুতর জখম হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন রাজকুমার। তাঁর বাবা ভক্ত প্রামাণিক কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছাত্র পরিষদও কাটোয়া থানায় পাল্টা অভিযোগ করেছে। পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন কলেজ চত্বরে পতাকা টাঙানো নিয়ে প্রথমে বচসা বাধে। পরে তা গড়ায় মারধরে। কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমর রামের অভিযোগ, শুধু ওই কলেজ ছাত্রকে নয়, বাড়ি গিয়ে আরও দু’জন পড়ুয়াকে হুমকি দিয়েছে ছাত্র পরিষদ। কলেজ থেকে সাইকেল চোর অপবাদে তাড়া করে টিএমসিপির ওই নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় তারা। ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শহরে মিছিলও করে তৃণমূল। যদিও তৃণমূলের ওই অভিযোগ অস্বীকার করেছে ছাত্র পরিষদ। কাটোয়া মহকুমা ছাত্র পরিষদের নেতা শেখ সোলেমান পাল্টা বলেন, “তৃণমূলের আক্রমণেই আমাদের ছেলেরা আহত হয়েছে। ওই মিছিলে কয়েকজন সমাজবিরোধী ছিল বলেও জেনেছি।”

Advertisement

বিদ্যুতের দাবি, বিক্ষোভ খনিতে

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

কয়েক জন ব্যক্তির বিক্ষোভে জেরে কিছুক্ষণ কয়লা পরিবহণ বন্ধ থাকল ইসিএলের পাটমোহনা কোলিয়ারিতে। ঘটনাটি ঘটেছে সোমবার। পরে কোলিয়ারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বিক্ষোভ উঠে যায়। ইসিএল সূত্রে জানা গিয়েছে, আবাসনে দীর্ঘদিন আলো নেই এই অভিযোগে ইসিএল আবাসন কলোনির একদল বাসিন্দা এ দিন বিক্ষোভ দেখান। যদিও ওই কোলিয়ারির এক কর্তার দাবি, ওই আবাসনে এখন ইসিএলএর কোনও কর্মী থাকেন না। আবাসন গুলির এখন বহিরাগতদের দখলে রয়েছে। তাই সেখানে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে।

মোটরবাইক চুরিতে ধৃত ৩

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

মোটরবাইক চুরির অভিযোগে ঝাড়খণ্ডের মধুপুর থেকে তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করে এনেছে সালানপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক এদের ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে সালানপুর থানার মহাবীর কলোনি এলাকার একটি বাড়ির তালা ভেঙ্গে দুটি মোটরবাইক চুরি হয়। সেই চুরির তদন্তে নেমেই ধৃতদের গ্রেফতার করেছে পুলিশ।

জ্বালানির দাবি

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

বাড়িতে জ্বালানির জন্য প্রয়োজনীয় কয়লা মিলছে না। এই অভিযোগে জামুড়িয়ার লোয়ার কেন্দা কোলিয়ারিতে ঘণ্টা তিনেক উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখাল শ্রমিকরা। বিক্ষোভে কোনও রাজনৈতিক সংগঠনের পতাকা ছিল না। খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সুরক্ষা দাবি খনিতে

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

নানা দাবিতে ইসিএলের সাতগ্রাম প্রজেক্ট এলাকায় পরিবহণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন শ্রমিক সংগঠন কেকেএসসি-র সদস্যেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, খনির নীচে মুক্ত বাতাস চলাচল ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। কর্মীদের সুরক্ষাও উপেক্ষিত হচ্ছে।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত

নিজস্ব সংবাদদাতা • বারাবনি

অবৈধ অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বারাবনি থানার পুলিশ। ধৃতের নাম লালচাঁদ রুইদাস বলে জানিয়েছে পুলিশ। ধৃতের থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অস্ত্র-সহ ধৃত

নিজস্ব সংবাদদাতা • বারাবনি

অবৈধ অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বারাবনি থানার পুলিশ। ধৃতের নাম লালচাঁদ রুইদাস বলে জানিয়েছে পুলিশ। ধৃতের থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement