তৃণমূলের প্রচারে হামলার নালিশ

তৃণমূলের প্রচার গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল রানিগঞ্জের রনাইয়ে। সিপিএমের লোকজন এর সঙ্গে জড়িত বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এ ব্যাপারে রানিগঞ্জ থানায় অভিযোগও করেছেন তাঁরা। সিপিএমের যদিও দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানিগঞ্জ শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০২:১০
Share:

তৃণমূলের প্রচার গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল রানিগঞ্জের রনাইয়ে। সিপিএমের লোকজন এর সঙ্গে জড়িত বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। এ ব্যাপারে রানিগঞ্জ থানায় অভিযোগও করেছেন তাঁরা। সিপিএমের যদিও দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রনাইয়ের ইদেগোড়া বস্তির বাসিন্দারা নিয়মিত পানীয় জল সরবরাহ, এলাকায় বিদ্যুৎ সংযোগ, বেহাল রাস্তা সারানোর দাবিতে অবরোধ শুরু করেন। ঘণ্টা দুয়েক পরে ব্লক যুব তৃণমূল সভাপতি মহম্মদ আসরাফ একটি ট্রেকার ও একটি অটো রিকশায় দলীয় কর্মীদের নিয়ে ওই এলাকায় প্রচারে যান। অবরোধকারীরা তাঁদের অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে বললে বচসা বাধে। এর পরে তৃণমূলের প্রচার-গাড়ি লক্ষ করে ইট-পাটকেল ছোড়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলি অভিযোগ করেন, সিপিএম পরিচালিত রানিগঞ্জ পুরসভা এত দিন রাস্তা ও জলের সমস্যা মেটানোর চেষ্টা করেনি। ফলে, শহরের ২২টি ওয়ার্ডেই জল সমস্যা প্রকট হয়ে উঠেছে। সোমবার পরিকল্পিত ভাবে সিপিএমের লোকজন তাঁদের প্রচার গাড়িতে হামলা চালিয়েছে বলে সোহরাবের দাবি। তৃণমূলের তরফে বিষয়টি নিয়ে রানিগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।

Advertisement

রানিগঞ্জের পুরপ্রধান সিপিএমের অনুপ মিত্রের অবশ্য পাল্টা দাবি, যান্ত্রিক ত্রুটির জন্য পর্যাপ্ত জল সরবরাহে কিছু অসুবিধা হচ্ছে। মেরামতির কাজ চলছে, তা মাইকে প্রচার করা হয়েছে। এ দিনের বিক্ষোভ বা সংঘর্ষের ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই বলে দাবি অনুপবাবুর। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন