থিমের ছড়াছড়ি খনি-শিল্পাঞ্চলের পুজোতেও

থিমের ছোঁয়া এ বার খনি-শিল্পাঞ্চলের সরস্বতী পুজে মণ্ডপে। নেতাজির জীবন থেকে চাষের জমিপুজো মণ্ডপে চোখে পড়ছে হরেক থিমের রমরমা। উখড়া শুকপাড়ায় মণ্ডপের এ বারের থিম নেতাজি সুভাষচন্দ্র বসু। মণ্ডপ জুড়ে রয়েছে এই দেশনায়কের বিভিন্ন সময়ের টুকরো স্মৃতি। দর্শকদের আকর্ষণ করার জন্য এক জনকে নেতাজি সাজিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। চিড়িয়াখানায় ক্যামেরা হাতে বাঘের সামনে পড়ে গিয়েছেন এক মানুষএই ছবি ফুটিয়ে তোলা হয়েছে শুকপাড়া জীবন সঙ্ঘের মণ্ডপে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫ ০০:৩৮
Share:

রানিগঞ্জের পুরনো এগারায় তোলা নিজস্ব চিত্র।

থিমের ছোঁয়া এ বার খনি-শিল্পাঞ্চলের সরস্বতী পুজে মণ্ডপে। নেতাজির জীবন থেকে চাষের জমিপুজো মণ্ডপে চোখে পড়ছে হরেক থিমের রমরমা।

Advertisement

উখড়া শুকপাড়ায় মণ্ডপের এ বারের থিম নেতাজি সুভাষচন্দ্র বসু। মণ্ডপ জুড়ে রয়েছে এই দেশনায়কের বিভিন্ন সময়ের টুকরো স্মৃতি। দর্শকদের আকর্ষণ করার জন্য এক জনকে নেতাজি সাজিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। চিড়িয়াখানায় ক্যামেরা হাতে বাঘের সামনে পড়ে গিয়েছেন এক মানুষএই ছবি ফুটিয়ে তোলা হয়েছে শুকপাড়া জীবন সঙ্ঘের মণ্ডপে। উখড়া তরুন সঙ্ঘের থিম বর্ণপরিচয়। মণ্ডপ সেজেছে বাংলা বর্ণমালার বিভিন্ন অক্ষর দিয়ে। উখড়া চক বনবহাল প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে ছোট ভীমের মডেল। উখড়া যুবক সঙ্ঘের সরস্বতী প্রতিমা সাদা সর্ষে, মুগ ও মসুর ডাল দিয়ে তৈরি করা হয়েছে। রানিগঞ্জের আলুগড়িয়ার জয় মাতাদি স্পোর্টিং ক্লাবের এ বারের আকর্ষণ বিভিন্ন ভঙ্গীমায় তৈরি মাটির মানুষের মূর্তি দিয়ে তৈরি মণ্ডপ। ষষ্ঠী গড়িয়ার জয় মাতাদি জুনিয়র ক্লাবের এ বারের থিম হল সর্ব ধর্ম সমন্বয়। আদর্শ যুব সঙ্ঘের মণ্ডপে আবার রাখা হয়েছে ছাত্র ও শিক্ষকের মডেল। অন্ডালের খান্দরা নাইট এঙ্গেল ক্লাবের মণ্ডপ তৈরি হয়েছে বাঁধাকপি, ফুলকপি, গাজর, মটরশুঁটির সাহায্যে। বিভিন্ন মণ্ডপে গিয়ে দেখা গিয়েছে, ছাত্রছাত্রী তো বটেই, সাধারণ মানুষও লাইন দিয়েছেন পুজো মণ্ডপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement