পুজো বোনাসের দাবি, বিক্ষোভ

পুজোর বোনাস চেয়ে বিক্ষোভ দেখালেন অস্থায়ী শ্রমিকেরা। মঙ্গলবার জামালপুরের আঝাপুরের টোল ট্যাক্স অফিসের কাছে জাতীয় সড়কে আইএনটিটিইউসি-র নেতৃত্বে ঘণ্টা দুয়েকের ওই বিক্ষোভ হয়। চলে কর্মবিরতিও। শ্রমিকদের দাবি, পুজোর বোনাস না পেলে কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা। যদিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাস্তা সারানোর কাজে লোকসান হওয়ায় এ বছর বোনাস দেওয়া সম্ভব নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:১১
Share:

আঝাপুরে জাতীয় সড়কে চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

পুজোর বোনাস চেয়ে বিক্ষোভ দেখালেন অস্থায়ী শ্রমিকেরা। মঙ্গলবার জামালপুরের আঝাপুরের টোল ট্যাক্স অফিসের কাছে জাতীয় সড়কে আইএনটিটিইউসি-র নেতৃত্বে ঘণ্টা দুয়েকের ওই বিক্ষোভ হয়। চলে কর্মবিরতিও। শ্রমিকদের দাবি, পুজোর বোনাস না পেলে কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা। যদিও কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাস্তা সারানোর কাজে লোকসান হওয়ায় এ বছর বোনাস দেওয়া সম্ভব নয়।

Advertisement

২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার রাস্তার দেখভালের কাজ করেন মূলত ওই শ্রমিকেরা। কোনও দুর্ঘটনা হলে রাস্তা সারানো, রাস্তার দু’ধারের গাছ সাফাই, জল জমলে নালা কেটে জল বের করা, দুর্ঘটনায় আহতদের নিজেদের অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া, এ ধরণের কাজ মূলত ওই শ্রমিকেরা করেন। শ্রমিকেরা জানান, দৈনিক ১৬০-১৮০ টাকায় কাজ করেন তাঁরা। গত বার ২৬৫০ টাকা বোনাস পেয়েছিলেন। এ বারও বোনাস না পেলে কর্মবিরতি চলবে বলে দাবি করেছেন আইএনটিটিইউসি নেতা জয়ন্ত ঘোষ।

২ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এইচ আর পার্সোনেল শৌভিক আইচ বলেন, “কর্মবিরতি চলায় জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। দুর্ঘটনা ঘটলে রাস্তা সারানো নিয়েই সমস্যা দেখা দিতে পারে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন