রাজ্যে বয়স্ক নাগরিকদের হয়রানি ও পরিষেবাগত বিভিন্ন সমস্যা ঠেকাতে নির্দিষ্ট নিয়মনীতি চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী সশী পাঁজা। শনিবার, বর্ধমানে একটি বৃদ্ধাবাসের উদ্বোধনে এসে মন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। ঠিক মতো পরিষেবা দেওয়া হচ্ছে কি না দেখতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তৈরি বৃদ্ধাবাসগুলির উপরেও নিয়ন্ত্রণ ও তদারকি হবে বলে জানানো হয়। এ দিনের অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক সৌমিত্র মোহন, পুলিশ সুপার কুণাল অগ্রবাল, আইনজীবী মুরারিমোহন কোঙার, অতিরিক্ত জেলাশাসক প্রণব বিশ্বাস প্রমুখ।