প্রশ্নপত্রের ঘাটতি, কলেজে অসন্তোষ

বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট ওয়ানের দু’টি বিষয়ে প্রশ্নপত্রের ঘাটতি হওয়ায় বৃহস্পতিবার অসন্তোষ ছড়াল রাজ কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিবেকানন্দ কলেজের সিট পড়েছিল রাজ কলেজে। পরীক্ষা শুরু হওয়ার পর দেখা যায় রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজিতে ২০টি করে প্রশ্নপত্রের ঘাটতি রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০১:০৮
Share:

বিশ্ববিদ্যালয়ের বিএ পার্ট ওয়ানের দু’টি বিষয়ে প্রশ্নপত্রের ঘাটতি হওয়ায় বৃহস্পতিবার অসন্তোষ ছড়াল রাজ কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিবেকানন্দ কলেজের সিট পড়েছিল রাজ কলেজে। পরীক্ষা শুরু হওয়ার পর দেখা যায় রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজিতে ২০টি করে প্রশ্নপত্রের ঘাটতি রয়েছে।

Advertisement

এই খবর চাউর হতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। যদিও কিছুক্ষণের মধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় প্রশ্নপত্র এনে পরিস্থিতির সামাল দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ তারকেশ্বর মণ্ডল বলেন, ‘‘শেষ মুহূর্তে কয়েকজন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়। সম্ভবত সে কারণেই প্রশ্নপত্র নিয়ে এই বিভ্রাট দেখা দেয়।’’ নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, ‘‘অতিরিক্ত সময় দেওয়া হলেও পুরো বিষয়টির জন্য আমাদের মনোসংযোগ চিড় ধরে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement