ফের তালা ভেঙে পরপর চুরি, প্রশ্ন নজরদারি নিয়ে

একই রাতে পরপর তালা ভেঙে চুরির ঘটনা ঘটল দুর্গাপুরে। সোমবার রাতুড়িয়া হাউসিং কলোনি এলাকায় এমন ঘটনার পরে আতঙ্কে বাসিন্দারা। পুলিশি নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে তাঁদের দাবি। পুলিশের আশ্বাস, টহল বাড়ানো হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে একই পাড়ায় তিনটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। দু’টিতে চুরি করতে পারলেও একটি বাড়িতে তালা ভাঙার পরে প্রতিবেশীরা বাধা দেওয়ায় তারা পালিয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০২:৪৩
Share:

রাতুড়িয়া কলোনিতে চুরির পরে লন্ডভন্ড ঘর।

একই রাতে পরপর তালা ভেঙে চুরির ঘটনা ঘটল দুর্গাপুরে। সোমবার রাতুড়িয়া হাউসিং কলোনি এলাকায় এমন ঘটনার পরে আতঙ্কে বাসিন্দারা। পুলিশি নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে তাঁদের দাবি। পুলিশের আশ্বাস, টহল বাড়ানো হচ্ছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে একই পাড়ায় তিনটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। দু’টিতে চুরি করতে পারলেও একটি বাড়িতে তালা ভাঙার পরে প্রতিবেশীরা বাধা দেওয়ায় তারা পালিয়ে যায়। দুর্গাপুরে এ ভাবে বাড়িতে কারও না থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে একের পর এক চুরির ঘটনা ঘটেছে সম্প্রতি। এ ক্ষেত্রে ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এক রাতে পরপর চুরি হওয়ায় সরব হয়েছেন বাসিন্দারা।

ওই কলোনির বাসিন্দা এমুনা মোদক দুর্গাপুর কেমিক্যালস কারখানার কর্মী। তিনি জানান, ওই রাতে বাড়িতে তাঁরা কেউ ছিলেন না। তিনি কিছুটা দূরে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে চোরেরা তালা ভেঙে ঢুকে তাঁর বাড়িতে লুঠপাট চালায়। রাতেই প্রতিবেশীরা তাঁকে খবর দেন। বাড়ি ফিরে তিনি দেখেন, আলমারি খোলা। জিনিসপত্র সব লন্ডভন্ড। তাঁর অভিযোগ, টাকা-সহ বেশ কিছু জিনিস খোওয়া গিয়েছে। পরে তিনি পুলিশে খবর দেন।

Advertisement

এমুনাদেবীর বাড়ির অদূরে রামকিশোর পণ্ডিতের বাড়িতেও তালা ভেঙে ঢুকে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। তাঁর বাড়িও তালাবন্ধ ছিল। তাঁরা সপরিবারে বাইরে গিয়েছেন। লুঠপাটের খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। ভিতরে ঢুকে এমুনাদেবীর বাড়ির মতো একই দৃশ্য দেখা যায়। বাড়িতে কেউ না থাকায় কী কী চুরি গিয়েছে তা এখনও জানা যায়নি।

ওই এলাকার একটি বাড়িতে চুরি করতে গিয়ে প্রতিবেশীদের বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত চম্পট দেয় চোরেরা। কলোনির বাসিন্দা কল্পনা ভট্টাচার্য জানান, তিনি রাতে ডিপিএল কলোনিতে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। মাঝ রাতে প্রতিবেশীরা তাঁর বাড়ি থেকে বিকট আওয়াজ পান। তাঁরা ছুটে গিয়ে দেখেন, কয়েক জন মিলে তালা ভাঙছে। ওই পড়শিরা চিৎকার-চেঁচামেচি শুরু করায় দুষ্কৃতীরা বাড়ি থেকে কিছু নিতে পারেনি।

শহরে ফের একই রকম ভাবে চুরির পরে এলাকাবাসী পুলিশি নজরদারির অভাবকেই দুষেছেন। তাঁদের দাবি, অবিলম্বে পুলিশি নজরদারি বাড়ানো উচিত। রাতুড়িয়া হাউসিং কলোনির লোকজন জানান, এই এলাকায় বাড়িগুলি একেবারে লাগোয়া। সেখানেও এমন ঘটায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান বাসিন্দারা। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের খোঁজ চলছে। এলাকায় নজরদারি বাড়ানো হবে।

পরপর চুরি মোটরবাইক। এক রাতে দু’টি মোটরবাইক চুরির ঘটনা ঘটল আসানসোলের আপার চেলিডাঙার নজরুল পল্লিতে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দা সোমনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ রক্ষিত, দু’জনেই মোটরবাইক বের করতে গিয়ে দেখেন, দরজার তালা ভাঙা। এর পরেই তাঁরা আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement