ব্যারাজ সংস্কার, ভাঙন রোধ নিয়ে আর্জি বাবুলকে

দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে পলি-বালি জমে কমে যাচ্ছে দুর্গাপুর ব্যারাজের জলধারণ ক্ষমতা। বেআইনি ভাবে বালি তোলার জেরে নদীর গতিপথ পাল্টে ভাঙনের কবলে পড়ছে বিস্তীর্ণ এলাকা। এই সব সমস্যা সমাধানের জন্য আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ের হাতে দাবিপত্র দিল গলসি ১ ব্লক বিজেপি। সাংসদ জানালেন, সাধ্যমতো চেষ্টা করবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুদবুদ শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৩
Share:

বুদবুদের সভায় বাবুল। ছবি: বিকাশ মশান।

দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে পলি-বালি জমে কমে যাচ্ছে দুর্গাপুর ব্যারাজের জলধারণ ক্ষমতা। বেআইনি ভাবে বালি তোলার জেরে নদীর গতিপথ পাল্টে ভাঙনের কবলে পড়ছে বিস্তীর্ণ এলাকা। এই সব সমস্যা সমাধানের জন্য আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ের হাতে দাবিপত্র দিল গলসি ১ ব্লক বিজেপি। সাংসদ জানালেন, সাধ্যমতো চেষ্টা করবেন তিনি।

Advertisement

রবিবার বুদবুদ বাজারে বিজেপি-র তরফে একটি সভা আয়োজন করা হয়। সেখানেই এসেছিলেন দলীয় সাংসদ বাবুল। স্থানীয় বিজেপি নেতৃত্ব নানা অভিযোগ নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে তাঁর হাতে ওই দাবিপত্র দেন। দামোদরে জলধারণ ক্ষমতা বাড়ানো একান্ত প্রয়োজন বলে দাবি করেন তাঁরা। ভাঙন রোধের জন্য বালি মাফিয়াদের দাপাদাপিও বন্ধ করা উচিত বলে সাংসদকে জানানো হয়।

এ সব ছাড়াও স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা অভিযোগ করেন, বুদবুদের অ্যামুনিশন রোড ও ডাঙাপাড়া এলাকায় ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন দোকান ও বসতবাড়ি রয়েছে। অ্যামুনিশন রোডের দোকানগুলি দীর্ঘদিনের। সেগুলির বেশিরভাগেরই জরাজীর্ণ অবস্থা। কিন্তু, মালিকেরা সেগুলি সংস্কার করতে পারছেন না। কারণ, সেনাবাহিনীর বাধা। স্থানীয় বিজেপি নেতা তথা দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নরেশ কোনার অভিযোগ করেন, ওই জায়গাগুলি ভবিষ্যতে সেনাবাহিনী অধিগ্রহণ করবে বলে জানিয়েছে। কিন্তু, কোনও লিখিত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। দোকান সংস্কার করতে গেলে সেনাবাহিনী বাধা দিচ্ছে। সাংসদের কাছে এই সমস্যা মেটানোর দাবি জানান তাঁরা।

Advertisement

বাবুল জানান, সেনাবাহিনী দেশের জন্য বহু কষ্ট করে কাজ করে চলেছে। তাঁদের জন্য দেশবাসী নিরাপদে থাকতে পারে। তবে বুদবুদের সমস্যা নিয়ে তিনি কেন্দ্রে সংশ্লিষ্ট জায়গায় আলোচনা করবেন বলে জানান। দামোদরে ব্যারাজের সংস্কার নিয়েও যথাসম্ভব চেষ্টা করবেন বলে তাঁর আশ্বাস। বালি মাফিয়া ও তোলাবাজি সম্পর্কে বাবুল বলেন, “এটা মানুষকে এগিয়ে এসে রুখতে হবে। কেউ সঙ্গে না থাকলে একা এগিয়ে যেতে হবে।” রাজ্য সরকারের নানা কাজকর্ম নিয়ে অভিযোগেও এ দিন সরব হন বাবুল।

এ দিন বিজেপি-র সভামঞ্চটি তৈরি হয়েছিল বুদবুদের পুরনো জি টি রোডের পাশে। বাবুল দলের স্থানীয় নেতাদের জানান, এ ভাবে রাস্তা আটকে মঞ্চ তৈরি করা ঠিক নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন