বন্ধ হয়ে যাওয়া বাস রুট নতুন করে চালুর দাবিতে পরিবহণ দফতর-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়েছেন ইকড়া গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, জামুড়িয়া থেকে রানিগঞ্জ ভায়া ইকড়া রুটে পুনরায় বাস চালু করতে হবে। আসানসোলের মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়া থেকে রানিগঞ্জ ভায়া ইকড়া রুটে আগে ৬টি মিনিবাস চলত। কিন্তু বর্তমানে সব কটি বাসই বসে গিয়েছে। ফলে যাতায়াতের সময় সমস্যায় পড়েছেন ইকরা, চণ্ডীপুর ও সার্থকপুরের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের রানিগঞ্জ বা জামুড়িয়া যেতে গেলে বর্তমানে দেড় কিমি উজিয়ে শেখপুর বা আড়াই কিমি উজিয়ে মিঠাপুরে গিয়ে বাস ধরতে হয়। সব থেকে বেশি সমস্যায় পড়েন খুদে ও মহিলারা। ওই রুটে বাস চালুর জন্য এর আগেও দাবি উঠেছে। এক বছর আগে জামুড়িয়ার তৎকালীন বিডিও ওই রুটে দু’টি ট্রেকার চলার ব্যবস্থা করেছিলেন। কিন্তু দিন কয়েক চলার পর সেগুলিও বন্ধ হয়ে যায়।
বাস মালিকদের সংগঠন আসানসোল মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়ের দাবি, ওই রুট একদমই লাভজনক ছিল না। তিনি বলেন, “যে মিনি বাসগুলি চলত সেগুলোর মধ্যে একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভাড়া খাটে। বাকি বাসগুলি অন্য রুটে বিক্রি করে দেওয়া হয়েছে। তবে বর্তমানে ওই রুটে নতুন সম্ভবনা তৈরি হয়েছে। আমরা পরিবহণ দফতরের কাছে এই রুটে পারমিট দেওয়ার আবেদন জানিয়েছি।”
তৃণমূল প্রভাবিত আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়াকার্স ইউনিয়নের সম্পাদক রাজু অহলুয়ালিয়া বলেন, “ওই রুটে বাস চালুর জন্য আমরা পর পর দু’বার পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছি।” তআসানসোলের মহকুমা শাসক অমিতাভ দাস জানান, ওই রুটে যাতে বাস চালানোর বিষয়ে আমরা পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করব।