রাস্তা ধসে গর্ত, ক্ষোভ

টানা বৃষ্টির জেরে জামুড়িয়ার বাগডিহা ও সিদ্ধপুর গ্রামের ৩টি বাড়ি ভেঙে গিয়েছে। এ ছাড়াও প্রায় ১ হাজার বিঘে জমিতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জামুড়িয়া শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০৩:১৯
Share:

রাস্তার এই গর্ত নিয়েই চিন্তিত পাণ্ডবেশ্বরের বাসিন্দারা। —নিজস্ব চিত্র।

টানা বৃষ্টির জেরে জামুড়িয়ার বাগডিহা ও সিদ্ধপুর গ্রামের ৩টি বাড়ি ভেঙে গিয়েছে। এ ছাড়াও প্রায় ১ হাজার বিঘে জমিতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।

Advertisement

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অজয়ের জল গ্রামের সীমানায় ঢুকে যাওয়ার কারণেই চাষে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস বলেন, ‘‘বিডিও এলাকা পরিদর্শন করেছেন। তাঁর পাঠানো রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

এ ছাড়া শুক্রবার পাণ্ডবেশ্বরের মহাল মোড় থেকে গোবিন্দপুর যাওয়ার রাস্তায় একটি গর্ত তৈরি হয়। যদিও পাণ্ডবেশ্বরের বিডিও নিশান্ত মুখোপাধ্যায় বলেন, “ওই গর্তটি নিয়ে আতঙ্কের কিছু নেই। ওই রাস্তায় যান চলাচলও বন্ধ হয়নি। অনুমান করা হচ্ছে, জনস্বাস্থ্য কারিগরি দফতর জল সরবরাহের জন্য গর্ত করে পাইপ লাইন বসিয়েছিল। টানা বৃষ্টির জেরেই ওই এলাকায় মাটি আলগা হয়ে গিয়েছে। দায়িত্বপ্রাপ্ত বাস্তুকারকে বিষয়টি খতিয়ে দেখে ব্যস্থা নিতে বলা হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন