শিক্ষককে নিগ্রহ, পুজো বন্ধ কলেজে

দিন কয়েক আগেই কলেজের ভারপ্রাপ্ত শিক্ষককে ‘চড়’ মারা অভিযোগ উঠেছিল তৃণমূলের এক পুরপিতার বিরুদ্ধে। কিন্তু তারপরেও গোলমালের আশঙ্কা রয়েছে, এমন দাবি করে ছাত্র সংসদের তরফে রীতিমতো ব্যানার টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এ বারের মতো সরস্বতী পুজো হচ্ছে না। রাজ কলেজের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২০
Share:

দিন কয়েক আগেই কলেজের ভারপ্রাপ্ত শিক্ষককে ‘চড়’ মারা অভিযোগ উঠেছিল তৃণমূলের এক পুরপিতার বিরুদ্ধে। কিন্তু তারপরেও গোলমালের আশঙ্কা রয়েছে, এমন দাবি করে ছাত্র সংসদের তরফে রীতিমতো ব্যানার টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এ বারের মতো সরস্বতী পুজো হচ্ছে না। রাজ কলেজের ঘটনা। সম্প্রতি ২৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা শেখ বশির আহমেদ ওরফে বাদশার বিরুদ্ধে কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক তারকেশ্বর মণ্ডলকে চড় মারার অভিযোগ ওঠে। এ দিন কলেজের গেটে ব্যানার টাঙিয়ে শিক্ষক নিগ্রহ, কলেজের পড়ুয়াদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সরস্বতী পুজো বন্ধ রাখার কথা জানানো হয়। ব্যানারটির নীচে নাম রয়েছে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহের। এ দিন তিনি বলেন, ‘‘অশান্তির আশঙ্কা করেই এ বার পুজো বন্ধ রাখা হয়েছে।’’ ছাত্র সংসদের দাবি, পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন যদিও পুজো দেখতে এসে ফিরে গিয়েছেন কলেজের পড়ুয়াদের একাংশ। ছাত্র সংসদ পুজো বন্ধ করতে পারে কি না, তা নিয়েও উঠেছে।

Advertisement

তারকেশ্বরবাবু যদিও জানান, ছাত্র সংসদের তরফে বিষয়টি আগেই জানানো হয়। শিক্ষক–শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করেই পুজো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement