স্কুলের সমস্যা মেটাতে বৈঠক

পুলিশি হস্তক্ষেপে জামুড়িয়ার বোরিংডাঙা শিশু শ্রমিক বিদ্যালয়ের ঘর-সমস্যা আপাতত মিটল। বৃহস্পতিবার জামুড়িয়ার ক্লাব কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দাসকে নিয়ে থানায় বৈঠক হয়। ঠিক হয়, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাবঘরে স্কুল চলবে। পরে অন্যত্র স্থানান্তর হবে। ওই শিশু শ্রমিক বিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন না থাকায় প্রায় ১৯ বছর ধরে জামুড়িয়ার বোরিংডাঙার ওই ক্লাবের ঘরে ক্লাস চলত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০১:৩৮
Share:

পুলিশি হস্তক্ষেপে জামুড়িয়ার বোরিংডাঙা শিশু শ্রমিক বিদ্যালয়ের ঘর-সমস্যা আপাতত মিটল। বৃহস্পতিবার জামুড়িয়ার ক্লাব কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দাসকে নিয়ে থানায় বৈঠক হয়। ঠিক হয়, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাবঘরে স্কুল চলবে। পরে অন্যত্র স্থানান্তর হবে। ওই শিশু শ্রমিক বিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন না থাকায় প্রায় ১৯ বছর ধরে জামুড়িয়ার বোরিংডাঙার ওই ক্লাবের ঘরে ক্লাস চলত। প্রধান শিক্ষককে বলা সত্ত্বেও স্কুল সরিয়ে নিয়ে যাওয়ার কোনও উদ্যোগ হয়নি দাবি করে সোমবার ক্লাবের কয়েক জন সদস্য ঘরে তালা লাগিয়ে দেন। বুধবার সমস্যা মেটানোর আর্জি জানিয়ে রঞ্জিতবাবু অভিভাবকদের নিয়ে পুরসভায় স্মারকলিপি দেন। তিনি বলেন, ‘‘পুরসভা মাস তিনেকের মধ্যে স্কুলের নিজস্ব ভবন পাওয়ার আশ্বাস দিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement