State news

কলকাতায় শাখা খুলল ইতালির সংস্থা

মা টেরিজার সন্তায়নে যোগদান করতে গিয়ে ইতালির এক সংস্থাকেই কলকাতায় নিয়ে চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে সম্প্রতি কলকাতায় নিজেদের শাখা খুলল ওই ইতালীয় সংস্থা। মিলন মেলা প্রাঙ্গনে দু’দিনের প্লাম্বিং অ্যাসোসিয়েশনের সম্মেলনে ওই সংস্থা যোগদানও করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৬ ১৮:০৮
Share:

প্রতীকী ছবি।

মা টেরিজার সন্তায়নে যোগদান করতে গিয়ে ইতালির এক সংস্থাকেই কলকাতায় নিয়ে চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়ে সম্প্রতি কলকাতায় নিজেদের শাখা খুলল ওই ইতালীয় সংস্থা। মিলন মেলা প্রাঙ্গনে দু’দিনের প্লাম্বিং অ্যাসোসিয়েশনের সম্মেলনে ওই সংস্থা যোগদানও করছে।

Advertisement

প্লাম্বিং অ্যাসোসিয়েশন প্রেস বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে, পেড্রোল্লো এসপিএ নামে ওই সংস্থা বিশ্বের নামী প্লাম্বিং কোম্পানিগুলোর একটি। দৈনিক প্রায় ১২ হাজার উন্নত প্রযুক্তির পাম্প তৈরি করে। কারখানার উৎপাদনে সাহায্যের জন্য রয়েছে ২০০টি রোবটও। সৌরশক্তি ব্যবহার করার জন্য দূষণমুক্ত সংস্থার খেতাবও রয়েছে তাদের। ১৬০টি দেশের সঙ্গে এই সংস্থার ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। উৎপাদিত সামগ্রীর ৯০ শতাংশই রফতানি করা হয় ওই দেশগুলিতে। তবে এত দিন ভারতের সঙ্গে এই সংস্থার কোনও রকম ব্যবসায়িক আদানপ্রদান ছিল না। সেপ্টেম্বরের গোড়ায় মা টেরিজার সন্তায়নের প্রক্রিয়ার যোগ দিয়ে মিশনারিজ অব চ্যারিটি-র প্রতিনিধি হয়ে রোমে ভ্যাটিকান সিটিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে এক বাণিজ্য সভারও আয়োজন করেছিলেন তিনি। শিল্পকে আমন্ত্রণ জানাতে তাঁর রাজ্য যে প্রস্তুত তাও জানিয়েছিলেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয় এই ইতালীয় সংস্থা। তবে কবে থেকে উৎপাদন শুরু হবে আর কর্মসংস্থানের সুযোগই বা কতটা পাবে বাংলার মানুষ তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: যার ভাণ্ডারে যত নোট, তার ঘাড়েই বেশি চাপবে ভূত

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement