Local News

কেরল থেকে ফিরছেন ৪০০ জন, বাড়ি পৌঁছে দেবে নিখরচার বাস

পরিবহণ দফতর সূত্রে খবর, সাঁতরাগাছি এবং হাওড়া স্টেশনে আসছে এই বিশেষ ট্রেন। সেখানে অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে। তদারকি করবেন পরিবহণ কর্তারা। ট্রেন থেকে যাত্রীরা নামলেই, তাদের সংশ্লিষ্ট জেলার মহকুমায় পৌঁছে দেওয়া হবে এবং তা সম্পূর্ণ বিনামূল্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ২০:৫১
Share:

কেরল থেকে এ রাজ্যের বাসিন্দারা ফিরলে তাঁদের বিনা পয়সায় বাড়ি পর্যন্ত বাসে করে পৌঁছে দেবে রাজ্য সরকার।

ঘরে ফিরছেন কেরলে আটকে পড়া এ রাজ্যের প্রায় ৪০০ বাসিন্দা। সোমবার রাত ১০টা নাগাদ হাওড়া স্টেশনে বিশেষ ট্রেন এসে পৌঁছবে। তাঁদের বাড়ি ফিরতে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য বিশেষ সরকারি বাসেরও ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দফতর। বিনা খরচাতেই তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “কেরলে আটকে পড়া এ রাজ্যের মানুষ যাতে ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আগেই রেলের কাছে বিশেষ ট্রেন পাঠানোর আবেদন করা হয়েছে। ইতিমধ্যেই তিনটি ট্রেন পৌঁছে গিয়েছে কেরলে। তার মধ্যে একটি ট্রেন আজ রাতেই ফিরে আসছে। মঙ্গলবারর গভীর রাতে আরও দু’টি ট্রেন আসবে। ট্রেন থেকে নামলেই যাত্রীদের সরকারি বাসে করে বিনামূল্যে বাড়ি পৌঁছে দেওয়া হবে।”

পরিবহণ দফতর সূত্রে খবর, সাঁতরাগাছি এবং হাওড়া স্টেশনে আসছে এই বিশেষ ট্রেন। সেখানে অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে। তদারকি করবেন পরিবহণ কর্তারা। ট্রেন থেকে যাত্রীরা নামলেই, তাদের সংশ্লিষ্ট জেলার মহকুমায় পৌঁছে দেওয়া হবে এবং তা সম্পূর্ণ বিনামূল্যে। এ দিন রাতে প্রায় ৪০০ জন ফিরছেন। মঙ্গলবার রাতে দু’টি ট্রেনে আসবেন প্রায় ৩ হাজার মানুষ।

Advertisement

আরও পড়ুন: ডব্লিউবিসিএস পরীক্ষায় হুবহু গত বারের প্রশ্নপত্র‍!

আরও পডু়ন: জয়সলের পিঠে পা দিয়েই জীবনের পথে ফিরছে কেরল

অন্য দিকে, এ দিন লালবাজারে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করেন কলকাতায় বাস করা কেরলের বাসিন্দারা। তাঁরা আর্থিক এবং বিভিন্ন সামগ্রী পাঠানোর আগ্রহ প্রকাশ করেন। পুলিশ কমিশনারও তাঁদের সাহায্য করবেন বলে আশ্বস্ত করেছেন।

বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন