বিজেপির সঙ্গে বাম-কংগ্রেস, অভিযোগ মমতার

বাংলায় সিপিএম এবং কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গেরুয়া শিবিরের সুবিধা করে দিচ্ছে বলে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ০৩:৫৮
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

জাতীয় স্তরে তিনি বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক সূত্র নিয়ে এগোতে চান। কিন্তু বাংলায় সিপিএম এবং কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গেরুয়া শিবিরের সুবিধা করে দিচ্ছে বলে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

পঞ্চায়েত ভোটের মনোনয়ন-পর্বে শাসক তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে ময়দানে এবং আদালতে সক্রিয় বাম, কংগ্রেস এবং বিজেপি— রাজ্যের তিন বিরোধী পক্ষই। শাসকের থাবা থেকে বেঁচে থাকার তাগিদে গ্রামবাংলার ভোটের প্রবণতা মেনে তলায় তলায় সব বিরোধী একজোটও হচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীদের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে মুখ্যমন্ত্রী বুধবার বলেছেন, ‘‘সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয় কী করে? বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক করতে চাই। আমরা দিল্লিতে যা বলি, বাংলাতেও তা-ই বলি। সিপিএম এই লড়াইয়ে থাকলে আপত্তি নেই!’’ এর সঙ্গেই মমতার অভিযোগ, ‘‘সিপিএমের হার্মাদেরা বিজেপির প্রার্থী হচ্ছে। ওরা হার্মাদদের পাঠাচ্ছে কেন? এটা নেতাদের কৈফিয়ত দেওয়া উচিত!’’ কংগ্রেসও এখানে অমিত শাহ-নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই না করে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ।

মমতার মতে, তাঁর প্রতিপক্ষ হিসেবে সিপিএম শক্ত থাকলে বিজেপির উত্থানকে আটকানো যেত! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আবার পাল্টা অভিযোগ করেছেন, মমতার রাজনীতিই রাজ্যে বিজেপির জমি শক্ত করছে। সূর্যবাবুর মন্তব্য, ‘‘রাজ্যে কী ঘটছে, মানুষ সব দেখছেন। উনি আগে নিজের দলকে সামলান। শাসনে নিজেরাই নিজেদের খুন করল। নিজের দল সামলে তার পরে বাকিদের বলবেন!’’ অধীরবাবুর অভিযোগ, ধর্মনিরপেক্ষ শক্তি বাম এবং কংগ্রেসকে ভেঙে বিজেপির রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন মমতাই।

Advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের গতিপ্রকৃতি কোন পথে যাবে, হাইকোর্টে আজ নজর সব পক্ষের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন