State news

বিজেপি এজেন্টকে চড়, অভিযুক্ত মন্ত্রী রবীন্দ্রনাথ

তার মধ্যেই সকাল সাড়ে ৭টা নাগাদ ভাউরাগুড়ির ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ১৪:৪৭
Share:

কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

দলবল নিয়ে ভোটকেন্দ্রে ঢুকে এক বিজেপি এজেন্টকে চড় মেরে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। সোমবার সকালে কোচবিহারের ভাউরাগুড়ি বুথের ঘটনা। বিজেপির অভিযোগ, হামলাকারীদের কিছু না বলে, তাঁদের নিগৃহীত কর্মীকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে এই ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

সোমবার ভোট শুরুর পর থেকেই রাজ্যের নানা প্রান্তে মারধর, হামলা, বোমাবাজি, গোলাগুলির খবর আসতে থাকে। বেলা যত গড়িয়েছে সন্ত্রাস ততই বেড়েছে। খুনোখুনিও থেমে থাকেনি। তার মধ্যেই সকাল সাড়ে ৭টা নাগাদ ভাউরাগুড়ির ঘটনা ঘটে।

এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে নিজের ভোটকেন্দ্র ভাউরাগুড়িতে ভোট দিতে যান মন্ত্রী রবীন্দ্রনাথ। ভোট দেওয়ার পর তিনি পানিশালার বিভিন্ন বুথে ভোট পরিদর্শন করছিলেন। পানিশালার লটকারপাড় প্রাথমিক গ্রামীণ বিদ্যালয়ে যখন তিনি পৌঁছন, সে সময় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। মন্ত্রী রবীন্দ্রনাথও সেই জটলার মধ্যে যান। এবং তখনই বিজেপি এজেন্ট সুজিত দাসকে চড় মারেন বলে অভিযোগ। শুধু চড় মেরেই থামেননি তিনি, ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে বুথের বাইরেও বার করে দেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা।

Advertisement

দেখুন ভিডিও:

ওই বুথ থেকে বেরিয়ে পানিশালার আরও কয়েকটি বুথে যান তিনি। বিজেপির অভিযোগ, তাঁর নেতৃত্বে সেখানেও বিজেপি কর্মীদের মারধর করে বার করে দেয় তৃণমুলের দুষ্কৃতীরা। মারধরে তিনজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে দাবি বিজেপির।

আরও পড়ুন: লাইভ: পঞ্চায়েত ভোটে রক্তের হোলি, হিংসার বলি অন্তত ১০

রবীন্দ্রনাথ নিজে অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উল্টে তাঁর দাবি, ওই বিজেপি কর্মী ভোটে বাধা দেওয়ায় সংঘবদ্ধ প্রতিরোধের মুখে পড়েন।

অতীতেও ভোটের দিন বিরোধী কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্রনাথের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement