State News

গণনাকেন্দ্রের মধ্যেই ‘জয়ী’ বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর ছোট জাগুলিয়ায়

বৃহস্পতিবার সকালে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের ভোটগণনা শুরু হতেই উত্তেজনার সৃষ্টি হয়। গণনা যত এগতে থাকে ততই সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসত ১ নম্বর ব্লক অফিসের গণনাকেন্দ্র ও তার লাগোয়া চত্বরে।

Advertisement

অরুণাক্ষ ভট্টাচার্য

ছোট জাগুলিয়া (উত্তর ২৪ পরগনা) শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ১৭:৪৩
Share:

বিজেপি প্রার্থী দেবাশিস সরকার।-নিজস্ব চিত্র।

প্রথম দু’বারের গণনায় জয়ী বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর করা হল গণনাকেন্দ্রের মধ্যেই। গণনাকেন্দ্র থেকে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। পরে গণনাকেন্দ্রের বাইরেও তাঁকে প্রচণ্ড মারধর করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। শেষে পুলিশ এসে উদ্ধার করে ওই বিজেপি প্রার্থীকে।

Advertisement

উত্তর ২৪ পরগনার বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের ভোটগণনা কেন্দ্রের ঘটনা।

বৃহস্পতিবার সকালে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের ভোটগণনা শুরু হতেই উত্তেজনার সৃষ্টি হয়। গণনা যত এগতে থাকে ততই সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসত ১ নম্বর ব্লক অফিসের গণনাকেন্দ্র ও তার লাগোয়া চত্বরে।

Advertisement

প্রথম দফার গণনা শেষে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী স্বপ্না মজুমদারের চেয়ে ৬ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস সরকার। এর পরেই উত্তেজনা আরও বেড়ে যায়। তৃণমূলের তরফে ফের গণনার দাবি জানানো হয়। দ্বিতীয় দফার গণনার শেষে দেখা যায়, বিজেপি প্রার্থী ৩৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীর চেয়ে। দু’-দু’বার গণনায় জয়ী বিজেপি প্রার্থী তাঁকে সার্টিফিকেট দেওয়ার দাবি জানালেও তাঁর হাতে তা তুলে দেওয়া হয়নি। বরং ওই সময় ফের গণনার দাবিতে হই চই শুরু করে দেন তৃণমূল কর্মী, সমর্থকরা। তৃণমূল কর্মী, সমর্থকদের দাবি মেনে নিয়ে তৃতীয় বার ভোটগণনা করা হয়। আর তৃতীয় বারের ভোটগণনার শেষে দেখা যায়, বিজেপি প্রার্থীর চেয়ে ১১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী স্বপ্না মজুমদার।

দেখুন ভিডিও

ওই সময় গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে পড়েন বেশ কিছু তৃণমূল কর্মী। তাঁরা গণনাকেন্দ্রের মধ্যেই বেধড়ক মারধর করেন বিজেপি প্রার্থী দেবাশিস সরকারকে। দেবাশিসের কথায়, ‘‘ওরা (তৃণমূল কর্মী) আমাকে পেটাতে পেটাতে গণনাকেন্দ্রের বাইরে নিয়ে আসে। ওরা সেখানেও আমাকে বেধরক মারধর করে। গণনাকেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে গ্রিন পুলিশও আমাকে মারধর করেছে।’’

আরও পড়ুন- ৫৬৮টি বুথে ফের ভোট, এগুলোয় হারবে বুঝেই কি পুনর্নির্বাচন?​

আরও পড়ুন- বেঁচে আছি বিশ্বাস হচ্ছে না, বলছেন ভোটকর্মীরা​

পরে পুলিশ এসে দেবাশিসকে মারমুখী তৃণমূল কর্মী, সমর্থকদের হাত থেকে উদ্ধার করে।

গণনাকেন্দ্র ও তার লাগোয়া চত্বরে বিজেপি প্রার্থীর ওপর ওই হামলার কথা অবশ্য মানতে চাননি তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর কথায়, ‘‘এ সব একেবারেই মিথ্যে অভিযোগ। এমন কিছু হয়ে থাকলে তা বিজেপি-রই অন্তর্দ্বন্দ্বের ফল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন