Panchayat Poll 2018

বঙ্গ বিজেপিকে খোঁচা স্বামীর

শাসক তৃণমূল প্রকাশ্যেই বার বার এমন অভিয়োগ করেছে। এ বার সেই প্রসঙ্গে বঙ্গ বিজেপি-কে খোঁচা দিলেন দলেরই রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৪:১৩
Share:

সুব্রহ্মণ্যম স্বামী।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের মোকাবিলায় কোথাও কোথাও বিজেপি এবং সিপিএমের মধ্যে আসন সমঝোতা হয়েছে বলে চর্চা হচ্ছে রাজনৈতিক শিবিরে। শাসক তৃণমূল প্রকাশ্যেই বার বার এমন অভিয়োগ করেছে। এ বার সেই প্রসঙ্গে বঙ্গ বিজেপি-কে খোঁচা দিলেন দলেরই রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। টুইটে স্বামীর মন্তব্য, ‘‘এটা জয়চাঁদ এবং মহম্মদ ঘোরীর চুক্তির মতোই আত্মহত্যা। সেই আত্মঘাতী চুক্তির ফলে ভারতের ৭০০ বছর নষ্ট হয়েছে।’’ রাজ্য বিজেপি নেতৃত্ব স্বামীর অভিযোগে সঙ্গে সহমত না হলেও এমন সম্ভাবনা একেবারে উড়িয়েও দেননি। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘কারও সঙ্গে জোট বা আসন সমঝোতার নীতি আমাদের নেই। তবে তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাঁচার জন্য স্থানীয় স্তরে কেউ কিছু করে থাকতে পারেন। তেমন কিছু হয়ে থাকলে তাতে কোনও অন্যায়ও নেই।’’ প্রসঙ্গত, কয়েক দিন আগেই নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করে গিয়েছেন স্বামী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement