Bengali Workers' harassed

বাংলায় কথা বলায় থানায় নিয়ে গিয়ে ‘মারধর’! উত্তরপ্রদেশে পুলিশের হাতে আটক বাংলার ১৮ জন ফেরিওয়ালা

উত্তরপ্রদেশে পুলিশের হাতে আটক হলেন বাঙালি ফেরিওয়ালারা! বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ১৮ জন ফেরিওয়ালা হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫২
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

উত্তরপ্রদেশে পুলিশের হাতে আটক হলেন বাঙালি ফেরিওয়ালারা! বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের ১৮ জন ফেরিওয়ালা হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। তাঁদের পরিবারের সদস্যেরা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

বহরমপুর থানা এলাকার ১৮ জন উত্তরপ্রদেশের বস্তি জেলায় গিয়েছিলেন কাজের সূত্রে। সেখানে তাঁরা ঘুরে ঘুরে শিশুদের প্লাস্টিকের খেলনা ও গৃহস্থালির সরঞ্জাম বিক্রি করতেন। থাকতেন নগর থানা এলাকার একটি ভাড়াবাড়িতে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে তাঁদের বাড়িতে হানা দেয় পুলিশ। বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দাবি, পরিচয়পত্র দেখালেও রেহাই মেলেনি। বরং, হিন্দি বলতে না পারা এবং বাংলায় কথা বলার জন্য তাঁদের উপর অকথ্য অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে থানায় যান বাড়ির মালিক। ওই ১৮ জনকে ছেড়ে দেওয়ার জন্য তাঁর কাছে টাকাও দাবি করা হয় বলে অভিযোগ। এর পরেই ভাড়াবাড়ির মালিক ফেরিওয়ালাদের বাড়িতে খবর দেন। পরে বাড়ির লোকেরা বিষয়টি স্থানীয় থানায় জানিয়েছেন।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিংহ বলেন, ‘‘উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক ব্যক্তিদের মুক্ত করার চেষ্টা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement