দলের হাতেই নিগ্রহের ভয়, চিঠি মানসের

কংগ্রেসের ঘরের কাজিয়া এ বার নতুন মাত্রা পেল! সতীর্থদের হাতে তাঁর নিরাপত্তা বিপন্ন হতে পারে আশঙ্কা করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার চিঠি দিলেন কংগ্রেসের ‘ব্রাত্য’ বিধায়ক মানস ভুঁইয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৪:১৯
Share:

কংগ্রেসের ঘরের কাজিয়া এ বার নতুন মাত্রা পেল! সতীর্থদের হাতে তাঁর নিরাপত্তা বিপন্ন হতে পারে আশঙ্কা করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার চিঠি দিলেন কংগ্রেসের ‘ব্রাত্য’ বিধায়ক মানস ভুঁইয়া।

Advertisement

স্পিকারের কাছে চিঠিতে মানসবাবুর অভিযোগ, যে ভাবে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় কক্ষে তাঁর প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন, তা অসাংবিধানিক। এর ফলে ‘মানসিক ভাবে বিপর্যস্ত’ মানসবাবু নিজের অসহায়তার কথা জানিয়ে স্পিকারকে লিখেছেন, তিনি বিধানসভার ভিতরে ও বাইরে দৈহিক নির্যাতনের আশঙ্কা করছি। তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তাঁর জন্য আলাদা বসার ব্যবস্থার দাবিও জানিয়েছেন সবংয়ের বিধায়ক। স্পিকার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে মানসবাবুর দাবি। আপাতত পিএসি-র ঘরও তৈরি না হওয়ায় বিধানসভার অলিন্দেই ঘুরে বেড়াতে হচ্ছে বর্ষীয়ান বিধায়ককে।

মানসবাবুর অবস্থা দেখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বিধায়কেরা অবশ্য আড়ালে হাসছেন। কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তী বলেন, ‘‘ওঁর আচরণ দেখে মানুষ হাসছে। কে ওঁকে দৈহিক নির্যাতন করবেন? আসলে মুখ্যমন্ত্রীকে খুশি করতে উনি নাটক করছেন!’’ মানসবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এআইসিসি-র কাছে পাঠানো অধীরের চিঠির এখনও জবাব আসেনি। তবে পরিষদীয় দল মানসবাবুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলে মানসবাবুর উপর থেকে সাসপেনশন তোলা হতে পারে বলেও কংগ্রেস সূত্রের খবর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন