মমতার সংখ্যালঘু প্রকল্পে খুশি বিহারের কমিটি

বিহারের সংখ্যালঘু বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা সোমবার কলকাতায় বিধানসভা ভবনে স্পিকারের উপস্থিতিতে এ রাজ্যের সংখ্যালঘু বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৫
Share:

—ফাইল চিত্র।

সংখ্যালঘুদের জন্য পশ্চিমবঙ্গে কী কী প্রকল্প চলছে, তা দেখতে এ রাজ্যে এলেন বিহারের বিধায়করা।

Advertisement

বিহারের সংখ্যালঘু বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা সোমবার কলকাতায় বিধানসভা ভবনে স্পিকারের উপস্থিতিতে এ রাজ্যের সংখ্যালঘু বিষয়ক স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখানে মুসলিমদের জন্য যে সব প্রকল্প চালু রয়েছে, তা শুনে বিহারের প্রতিনিধিরা খুবই খুশি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, মুসলিম ছাত্রীদের জন্য হস্টেল, পড়ুয়াদের জন্য বৃত্তির কথা শুনে ওঁরা খুব প্রশংসা করেছেন।’’

বিহারের সংখ্যালঘু বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মহম্মদ সইফুদ্দিন পরে বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সব ক’টি প্রকল্পই ভাল লেগেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটি শাখা বিহারে খোলা যায় কি না, সে ব্যাপারে আমরা ফিরে গিয়ে প্রস্তাব দেব ভাবছি। একই সঙ্গে মুসলিম ছাত্রীদের জন্য হস্টেল করার জন্যও প্রস্তাব দিতে পারি।’’

Advertisement

বিহার সরকার তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের এককালীন ২৫ হাজার টাকা দেয় বলে জানিয়েছেন সেখান থেকে আসা প্রতিনিধিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন