শ্রমিক কল্যাণ তহবিল বাড়াতে বিল পাশ

ডেঙ্গি নিয়ে বিক্ষোভের কারণে এ দিন বিল নিয়ে আলোচনার সময় বিরোধী বিধায়করা বিধানসভা বয়কট করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৭ ০২:৪২
Share:

ছবি: সংগৃহীত।

বিরোধী-শূন্য বিধানসভায় বৃহস্পতিবার পাশ হল ‘দ্য ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার ফান্ড (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭’। শ্রমিক কল্যাণে তহবিল বাড়াতে এই বিল আনে রাজ্যের শ্রম দফতর। শাসক দলের বিধায়করা তা সমর্থন করেন। ডেঙ্গি নিয়ে বিক্ষোভের কারণে এ দিন বিল নিয়ে আলোচনার সময় বিরোধী বিধায়করা বিধানসভা বয়কট করেছিলেন। ওই বিল পাশ হয়ে যাওয়ায় শ্রমিক কল্যাণে তহবিল বাড়ানোর জন্য টাকা আদায়ের ক্ষেত্রে আর আইন সংশোধন করতে হবে না। ওই তহবিলে কার কত অর্থ প্রদেয়, তা ঠিক করে দেওয়ার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতেই। এখন প্রতি ৬ মাসে শ্রমিকদের মজুরি থেকে ৩ টাকা, মালিক পক্ষের কাছ থেকে ৬ টাকা এবং সরকারের অনুদান ৬ টাকা— এই ১৫ টাকা শ্রমিকদের মাথাপিছু জমা পড়ে শ্রমিক কল্যাণ পর্ষদের তহবিলে। অর্থাৎ বছরে ৩০ টাকা মাথাপিছু খরচ করা হয় শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণমূলক কার্যকলাপে। তবে বিবৃতি দিয়ে এই বিলের বিরোধিতা করেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। তাদের আশঙ্কা, এর পর রাজ্য সরকার নিজের সিদ্ধান্তে মালিকদের অংশের টাকা কমিয়ে এবং শ্রমিকদের অংশের টাকা বাড়িয়ে দিলেও কারও কিছু করার থাকবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন