শ্রমিক কল্যাণে বাড়ছে তহবিল

বিল পাশ হয়ে গেলে শ্রমিক কল্যাণে তবহিল বাড়ানোর জন্য টাকা আদায়ের ক্ষেত্রে আর আইন সংশোধন করতে হবে না। রাজ্য সরকারের হাতেই ক্ষমতা থাকবে নির্দিষ্ট সময় অন্তর কল্যাণ তহবিলে প্রদেয় অর্থ ঠিক করে নেওয়ার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ০৩:০৭
Share:

শ্রমিক কল্যাণে তহবিল বাড়াতে চাইছে রাজ্য সরকার। এই লক্ষ্যেই বিধানসভার আসন্ন অধিবেশনে শ্রমিক কল্যাণ আইন সংশোধন করতে বিল আনছে শ্রম দফতর।

Advertisement

প্রতি ৬ মাসে শ্রমিকদের মজুরি থেকে ৩ টাকা, মালিক পক্ষের কাছ থেকে ৬ টাকা এবং সরকারের অনুদান ৬ টাকা— এই ১৫ টাকা শ্রমিকদের মাথাপিছু এখন জমা পড়ে শ্রমিক কল্যাণ পর্ষদের তহবিলে। অর্থাৎ বছরে ৩০ টাকা মাথাপিছু খরচ করা হয় শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণমূলক কার্যকলাপে। সেই কার্যকলাপ আরও বাড়াতে চেয়েই বিধানসভায় পেশ হতে চলেছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার ফান্ড (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭’। বিল পাশ হয়ে গেলে শ্রমিক কল্যাণে তবহিল বাড়ানোর জন্য টাকা আদায়ের ক্ষেত্রে আর আইন সংশোধন করতে হবে না। রাজ্য সরকারের হাতেই ক্ষমতা থাকবে নির্দিষ্ট সময় অন্তর কল্যাণ তহবিলে প্রদেয় অর্থ ঠিক করে নেওয়ার। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হওয়া অধিবেশনেই বিলটি পেশ হবে বলে বৃহস্পতিবার বিধানসভার কার্য উপদেষ্টা (বিএ) কমিটির বৈঠকে ঠিক হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement