Biman Bose

ঐক্যে জোর বাম নেতৃত্বের

ভাষাকে হাতিয়ার করে বিজেপি এবং তৃণমূল, দু’দলই ‘বিভাজনে’র চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বিমান। এই পরিস্থিতিতে বাম-ঐক্যের গুরুত্বের কথা উঠে এসেছে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের কথাতেও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ০৮:৫১
Share:

নৃপেন বন্দ্যোপাধ্যায়ের স্মরণ-সভায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিআইয়ের রাজ্য দফতর ভূপেশ ভবনে। —নিজস্ব চিত্র।

বাম ও ধর্মনিরেপক্ষ শক্তির ঐক্যের উপরে আবার জোর দিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে এক পঙ্‌ক্তিতে রেখে সরব হলেন বাম-নেতৃত্ব। সিপিআই নেতা তথা মার্ক্সীয় চিন্তাবিদ এবং ‘কালান্তর’ পত্রিকার প্রাক্তন সম্পাদক নৃপেন বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ভূপেশ ভবনে আয়োজিত সভায় যোগ দিয়ে সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, “ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ। একই সঙ্গে, আরএসএসেরও শতবর্ষ। আরএসএস আমাদের বহুত্ববাদী সমাজকে ভাঙতে চাইছে। বিজেপি ও রাজ্যে তৃণমূলের বিরুদ্ধ-দর্শনকে সামনে রেখে যাঁরা চলেন, তাঁদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।”

এর সঙ্গেই, ভাষাকে হাতিয়ার করে বিজেপি এবং তৃণমূল, দু’দলই ‘বিভাজনে’র চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন বিমান। এই পরিস্থিতিতে বাম-ঐক্যের গুরুত্বের কথা উঠে এসেছে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। তিনি বলেছেন, “বামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে বাম-আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তা না হলে, বিজেপির মতো শক্তিকে পরাজিত করার ক্ষমতা অর্জন করা যাবে না। এটা আমরা বামপন্থীরা সবাই বিশ্বাস করলেও, এখনও এক ছাতার তলায় আসতে পারিনি।” প্রয়াত চিন্তাবিদের স্মৃতিচারণও করেছেন সভায় উপস্থিত অন্যেরা। স্মরণসভায় যোগ দিয়েছিলেন শমীক বন্দ্যোপাধ্যায়, সুখবিলাস শর্মা, মনোজ ভট্টাচার্য, নরেন চট্টোপাধ্যায়, অতনু চক্রবর্তী, তরুণ মণ্ডল এবং নৃপেনের পরিবারের থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন