ডুয়ার্সেও বিজেপি নয়, বার্তা বিনয়ের

আসন্ন লোকসভা ভোটে পাহাড়ে তো বটেই, সমতলেও বিজেপিকে সমর্থন করা যাবে না বলে ডুয়ার্সের মোর্চা নেতাদের ডেকে জানিয়ে দিলেন বিনয় তামাং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দার্জিলিং শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০২:৩৮
Share:

আসন্ন লোকসভা ভোটে পাহাড়ে তো বটেই, সমতলেও বিজেপিকে সমর্থন করা যাবে না বলে ডুয়ার্সের মোর্চা নেতাদের ডেকে জানিয়ে দিলেন বিনয় তামাং।

Advertisement

শনিবার দর্জিলিঙের গোর্খা দুখ নিবারণী হলে দলের ডুয়ার্সের নেতাদের নিয়ে বৈঠকে বসেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। সেখানেই তিনি এ কথা বলেন বলে দল সূত্রে খবর। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘বৈঠকে ডুয়ার্সের মোর্চা নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোনও অবস্থাতেই বিজেপিকে আর সমর্থন করা যাবে না। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সমর্থন কেউ করলে কড়া পদক্ষেপ হবে।’’

বিনয়ের যুক্তি অনুযায়ী, পাহাড়ে অস্থিরতার সময়ে বিজেপির ভূমিকা সদর্থক ছিল না। তিনি দাবি করেন, তাঁরা বিমল গুরুংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পাহাড়ে শান্তি ফিরেছে ও মোর্চা ঘুরে দাঁড়িয়ে পাহাড়ের উন্নয়নে গতি বাড়িয়েছে। বিনয় বলেন, ‘‘তাই আগামী দিনে বিজেপিকে কোনও সমর্থনের প্রশ্ন নেই। সেটা সকলকে মেনে চলতে হবে। মিটিং ডেকে সেটা স্পষ্ট করে দিয়েছি। সকলে আমাদের আশ্বাসও দিয়েছেন।’’

Advertisement

ডুয়ার্সের মোর্চা নেতারা জানান, তাঁরা দলের নির্দেশ মেনেই চলবেন। কিন্তু, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে গুরুংপন্থীরা তলে তলে বিজেপিকে সমর্থন করায় ডুয়ার্সের কিছু নেপালি ভাষী অধ্যুষিত আসনে বিজেপি ভাল ভোট পেয়েছে বলে মোর্চা নেতারা জানান। সম্ভবত, সে কথা মাথায় রেখেই বিনয় হালকা হুঁশিয়ারি দিয়ে কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করলেন বলে ডুয়ার্সের নেতারা মনে করছেন। যদিও গোপন ডেরা থেকে রোশন গিরি ইতিমধ্যেই দাবি করেছেন, মোর্চা সমর্থকদের একটা অংশ এখনও তাঁদের দিকেই রয়েছেন। সেই যুক্তির পক্ষে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে ডুয়ার্সের কয়েকটি আসনের ফলও তাঁর হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন রোশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন