মাওবাদী ও বিজেপি হাত মিলিয়েছে, দাবি পার্থর

কেন ফল সন্তোষজনক নয়, তার কারণ খুঁজতে বারবার ঝাড়গ্রামে গিয়ে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছেন পার্থবাবু। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে ঝাড়গ্রামে গিয়ে সভাও করেছেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ০২:৫৪
Share:

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

ঝাড়গ্রামের রাজনৈতিক জমি দখলে রাখতে বিজেপি মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বলে বৃহস্পতিবার অভিযোগ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলে তৃণমূলের ফল সন্তোষজনক হয়নি। কেন ফল সন্তোষজনক নয়, তার কারণ খুঁজতে বারবার ঝাড়গ্রামে গিয়ে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছেন পার্থবাবু। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে ঝাড়গ্রামে গিয়ে সভাও করেছেন। জঙ্গলমহলের জমি পুনরুদ্ধারের এই প্রয়াসের মধ্যেও ‘উদ্বেগ’ ধরা পড়ল পার্থবাবুর বক্তব্যে।
এ দিন পার্থবাবু বলেন, ‘‘বিজেপি মাওবাদীদের সঙ্ঘবদ্ধ করতে চাইছে। কেন মাওবাদীরা বিজেপির এ ধরনের রাজনীতির সঙ্গে নিজেদের জড়াচ্ছে, বুঝতে পারছি না!’’ তাঁর এই মন্তব্যেই জঙ্গলমহল নিয়ে তৃণমূলের উদ্বেগ স্পষ্ট বলে রাজনৈতিক শিবিরের ধারণা।

Advertisement

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহর বক্তব্য, ‘‘তৃণমূলের মতো বিজেপিকে মাওবাদীদের নিয়ে জঙ্গলমহলের জমি দখল করতে হয় না। আমাদের সঙ্গে জঙ্গলমহলের মানুষ রয়েছেন।’’

আরও পড়ুন: কাজ কই? কড়া ধমক মুখ্যমন্ত্রীর

Advertisement

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে জঙ্গলমহলে প্রভাব হারায় মাওবাদীরা। এ বারের পঞ্চায়েত ভোটে শাসক দলের একাধিপত্যে ধাক্কা দিয়েছে বিজেপি। পার্থবাবুর আশা, ‘‘দুর্দিনে জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। সুদিনেও সঙ্গে আছেন। আগামী দিনেও তাঁরা সঙ্গে থাকবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement