শিবাজী হাতিয়ারে মমতাকে বিঁধছে বিজেপি

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার ফেসবুকে মমতার সঙ্গে শিবাজীর দু’টি ছবি দিয়ে বোঝাতে চেয়েছেন, ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত ওই ব্যক্তি আসলে মুখ্যমন্ত্রীর আশীর্বাদধন্য। শিবাজীর সঙ্গে রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের ছবিও ফেসবুকে দিয়েছেন দিলীপবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৪:০১
Share:

নীরবের জবাবে শিবাজী নিয়ে সরব হল বিজেপি!

Advertisement

পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে বারে বারে কটাক্ষ করেছে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রশ্ন তুলেছে, যে প্রধানমন্ত্রী সর্বদাই সরব, ১১৫০০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার পরেও তিনি কেন নীরব? সেই প্রশ্নের জবাব দিতে এ বার ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত শিবাজী পাঁজার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রচারে নামল বিজেপি। ব্যাঙ্ক প্রতারণার মামলায় শিবাজী এবং কৌস্তুভ রায়কে গ্রেফতার করেছে সিবিআই। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার ফেসবুকে মমতার সঙ্গে শিবাজীর দু’টি ছবি দিয়ে বোঝাতে চেয়েছেন, ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত ওই ব্যক্তি আসলে মুখ্যমন্ত্রীর আশীর্বাদধন্য। শিবাজীর সঙ্গে রাজ্যের আর এক মন্ত্রী অরূপ বিশ্বাসের ছবিও ফেসবুকে দিয়েছেন দিলীপবাবু।

বিজেপি-র রাজ্য সভাপতি ফেসবুকে ওই ছবিগুলির পাশে লিখেছেন, ‘‘ছোটো মোদী-বড় মোদীর গল্প অনেক শুনেছি। দিদির যে দুই ভাই ধরা পড়লেন, সেই নিয়ে তো আলোচনা শুনছি না! শিবাজী পাঁজা-কৌস্তুভ রায় দিদির সাথে রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন, বিদেশ ভ্রমণ করছেন আবার ব্যাঙ্ক ডাকাতিও করছেন। ৫০০ কোটি টাকা চুরি কি চুরি নয়?’’ তৃণমূল নেতৃত্ব অবশ্য দিলীপবাবুর ওই অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন