কোর্টে বিজেপি, মামলা রথ রুখতেও

পশ্চিমবঙ্গে বিজেপিকে রথযাত্রার অনুমতি দেওয়া হবে না বলে রাজ্য সরকার শনিবার জানিয়ে দেওয়ার পরে সোমবারেই জোড়া মামলা হল। দু’টিই কলকাতা হাইকোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৪:১১
Share:

পশ্চিমবঙ্গে বিজেপিকে রথযাত্রার অনুমতি দেওয়া হবে না বলে রাজ্য সরকার শনিবার জানিয়ে দেওয়ার পরে সোমবারেই জোড়া মামলা হল। দু’টিই কলকাতা হাইকোর্টে। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার উচ্চ আদালতে নতুন মামলা করেছে বিজেপি। তাদের যাতে ওই যাত্রার অনুমতি আদৌ দেওয়া না-হয়, সেই আবেদন জানিয়ে এ দিনই হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চে জনস্বার্থে মামলা করেছেন এক আইনজীবী।

Advertisement

এ দিন সকালে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর আদালতের দৃষ্টি আকর্ষণ করে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার অনুমতি চান বিজেপির আইনজীবী সপ্তাংশু বসু। বিচারপতি চক্রবর্তী অনুমতি দেওয়ায় দলের পক্ষ থেকে দুপুরে নতুন মামলা দায়ের করেন জয়প্রকাশ মজুমদার।

রথযাত্রার অনুমতি চেয়ে বিজেপি প্রথমে বিচারপতি চক্রবর্তীর আদালতেই মামলা করেছিল। বিচারপতি চক্রবর্তী রথযাত্রা পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে মামলা করে বিজেপি। বিচারপতি সমাদ্দারের ডিভিশন বেঞ্চ তখন রাজ্যকে নির্দেশ দেয়, বিজেপির প্রতিনিধিদলের সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি-র আলোচনার ভিত্তিতে ১৫ ডিসেম্বর প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে। সেই বৈঠকে কে থাকবে না-থাকবে, তা নিয়ে টানাপড়েন চলে বেশ কয়েক দিন। শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী বৈঠক হয় এবং তার পরে সিদ্ধান্ত জানিয়ে দেয় রাজ্য প্রশাসন। এখন সেই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ফের বিচারপতি চক্রবর্তীরই দ্বারস্থ হল বিজেপি।

Advertisement

আরও পড়ুন: রথযাত্রা করা না গেলে পদযাত্রার ভাবনা বিজেপির

এ দিনই প্রস্তাবিত রথযাত্রার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন রমাপ্রসাদ সরকার নামে এক আইনজীবী। সেই মামলার আবেদনে বলা হয়েছে, রথযাত্রা হলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রশ্ন রয়েছে আইনশৃঙ্খলা নিয়েও। তাই আদালত রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের ডিজিকে নির্দেশ দিক, কোনও অবস্থাতেই যেন বিজেপিকে রথযাত্রার অনুমতি দেওয়া না-হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন