রথযাত্রার বিকল্প পরিকল্পনাও ছকে ফেলেছে বিজেপি, মোদীকে দিয়েই হবে যাত্রার সূচনা

দলের সিদ্ধান্ত— সব কিছু ঠিকঠাক হলে এ বার যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০২:৫০
Share:

অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

রথযাত্রা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট যাওয়ার কথা ভাবছে, এমন খবর প্রকাশিত হতেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করল বিজেপি। পাশাপাশি, রথযাত্রার বিকল্প পরিকল্পনাও ছকে ফেলেছে তারা। দলের সিদ্ধান্ত— সব কিছু ঠিকঠাক হলে এ বার যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

Advertisement

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় সংশোধন করে শুক্রবার ডিভিশন বেঞ্চ রাজ্যের তিন উচ্চপদস্থ অাধিকারিককে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-কে ১২ ডিসেম্বর বিজেপির তিন প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ১৪ ডিসেম্বর রথযাত্রা সম্পর্কে সরকারের সিদ্ধান্ত আদালতকে জানাতে বলা হয়েছে।

এই রায়ে অখুশি নবান্নের অভিমত, বিজেপির রথযাত্রা আসলে সাম্প্রদায়িক উস্কানি ও বিদ্বেষ ছড়ানোর কৌশল। রথযাত্রা হলে আইশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ নিয়ে আলোচনায় বসা অর্থহীন। সেই কারণে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে তারা।

Advertisement

আরও পড়ুন: তৃণমূলের মঞ্চে আজ রেজাউল

রাজ্য সরকারের এই ভাবনার পরিপ্রেক্ষিতেই শনিবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। একতরফা শুনানি রুখতেই তড়িঘড়ি ক্যাভিয়েট করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব। পাশাপাশি, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন বলে যে অভিযোগ তাঁরা করে আসছেন, আদালতের রায়ে সেটাই প্রমাণিত হল বলে দাবি বিজেপি নেতাদের। দলের এক কেন্দ্রীয় নেতার কথায়, ‘‘আদালতের সিদ্ধান্তেই স্পষ্ট মমতা শাসনে গণতন্ত্র নেই। ওই বিষয়টি হাতিয়ার করে আমরা সর্বাত্মক প্রচারে নামব।’’

আরও পড়ুন: গোবর, গঙ্গাজলে সভাস্থল ‘শুদ্ধ’ করতে অভিযান

আইনি পথে রথযাত্রার পথ সুগম হবে বলেও আশাবাদী বিজেপি। আর সে ক্ষেত্রে গোটা বিষয়টিকে আরও উচ্চগ্রামে নিয়ে যেতে চায় তারা। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে প্রস্তাবিত তিনটি রথযাত্রা হবেই। আর তিনটিরই উদ্বোধন করবেন তিনি। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সব ঠিকঠাক হবে বলে আমরা আশাবাদী। সে ক্ষেত্রে ১৪ ডিসেম্বরের মধ্যে জট কেটে যাওয়ার সম্ভাবনা। আর সেটা হলে ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে সভা করে যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী।’’ তবে অমিত শাহও যাত্রার সূচনায় থাকবেন বলে দিলীপবাবু জানিয়েছেন।

প্রথমে ঠিক ছিল, ৭ ডিসেম্বর কোচবিহারে বিজেপির রথযাত্রার সূচনা করবেন অমিত। রথ শিলিগুড়িতে পৌঁছলে ১৬ তারিখ সেখানে সভা করবেন মোদী। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে মোদী এবং শাহকে দিয়ে ১৬ তারিখ শিলিগুড়িতে যাত্রার সূচনা করানোর কথা ভাবছে বিজেপি।

দিলীপবাবু এ দিন আরও জানান, আপাতত যাত্রা না-হলেও ওই পর্বে দলের যে সব সর্বভারতীয় নেতা এবং মন্ত্রীর সভা করার কথা ছিল, তাঁরা সভা করবেন। তার জন্য সংশ্লিষ্ট জায়গাগুলিতে প্রশাসনিক অনুমতি চাওয়া হচ্ছে। এই নেতা-মন্ত্রীদের তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দলীয় সাংসদ হেমা মালিনী প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন