মেসির সঙ্গে শাহরুখ খান। ছবি: সংগৃহীত।
লিয়োনেল মেসির সঙ্গে দেখা করতে শহরে আসবেন, এ কথা নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান। যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকার কথাও জানিয়েছিলেন। কিন্তু যেমনটা ভেবেছিলেন তেমনটা হল না। ছোট ছেলে আব্রামের সঙ্গে মেসির দেখা করালেন। ছবিও তুললেন। কিন্তু মাঠে আসা হল না নায়কের। হোটেল থেকেই বিমানবন্দরের পথে রওনা হলেন। ফিরে গেলেন মুম্বই।
প্রায় প্রতি বছর ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় আসেন শাহরুখ। এই বছর সেখানে তাঁকে দেখা যায়নি। অনুরাগীদের আশা ছিল, শাহরুখ ও মেসিকে একসঙ্গে দেখবেন তাঁরা। কিন্তু, সেই আশা পূরণ হল না। হোটেলেই মেসির সঙ্গে দেখা করেন বাদশা। সেখানেই আব্রাম ছবি তোলে ফুটবলতারকার সঙ্গে। তার পর মেসি, বাদশা একসঙ্গে ফ্রেমবন্দি হন হোটেলেই।
কেন মাঠে এলেন না বাদশা? ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য ভোর থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিল দর্শক। মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। গ্যালারি থেকে দেখাই যায়নি তাঁকে। চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক। মাঠজুড়ে দক্ষযজ্ঞ বেধে যায়। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ফুটবলের রাজপুত্রকে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাকি পরিকল্পনাও বাতিল হয়। তাই শাহরুখও মাঠে আসার পরিকল্পনা বাতিল করেন।