অপরাধী তৃণমূলকে পেটান, ডাক রাহুলের

দলের আইন অমান্য কর্মসূচি থেকে নিচু তলার পুলিশ কর্মীদের অপরাধী তৃণমূল পেটানোর ডাক দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৪২
Share:

দলের আইন অমান্য কর্মসূচি থেকে নিচু তলার পুলিশ কর্মীদের অপরাধী তৃণমূল পেটানোর ডাক দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, ফসলের দাম না পেয়ে কৃষকদের আত্মহত্যা এবং একের পর এক নারী নিগ্রহের প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে সেখানে আইন অমান্য করে রাজ্য বিজেপি। শাসক তৃণমূলের হাতে পুলিশের বার বার আক্রান্ত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে সমাবেশে রাহুলবাবু বলেন, ‘‘রাজ্যে পুলিশরাই নিরাপদ নন! সাধারণ পুলিশরা আমাকে ফোন করে বলেন, রাহুলদা কিছু করুন। আমি বলি, আপনারা এগোন। আপনাদের পাশে আছি।’’ রাহুলবাবু আরও বলেন, ‘‘নিচু তলার পুলিশ কর্মীদের বলছি, তৃণমূলের মধ্যে যারা অপরাধী আছে, আপনারা তাদের পেটাতে শুরু করেন। না হলে পুলিশের মান মর্যাদা ফিরবে না।’’

Advertisement

এ দিনের কর্মসূচিতে ছিলেন প্রভাকর তিওয়ারি, সুভাষ সরকার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, জয় বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রীতেশ তিওয়ারি প্রমুখ। বেলা ২টো ২০ নাগাদ মিছিল শুরু হয়। মিছিল চলাকালীন বৃষ্টি আসায় কিছু কর্মী ছিটকে গেলেও পরে তাঁরা ফিরে আসেন। যদিও ভিড়ের বহর আশানুরূপ হয়নি বলে মনে করছেন রাজ্য নেতৃত্বই। সমাবেশে রাহুলবাবু অভিযোগ করেন, ‘‘তৃণমূল কৃষকদের ভোটে নির্বাচিত হয়ে সরকার গড়েছে। কিন্তু তার পর সব চেয়ে বেশি ধোঁকা দিয়েছে কৃষকদেরই। কেন্দ্র ১৪০০ টাকা ধানের মূল্য ঘোষণা করেছে। অথচ রাজ্যের কোনও প্রতিক্রিয়া নেই!’’ লাগাতার নারী নির্যাতনের ঘটনা উল্লেখ করে রাহুলবাবু কটাক্ষ করেন, ‘‘এ রাজ্যে মমতা ছাড়া আর কোনও মহিলার নিরাপত্তা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন