জয়ের পরামর্শ

মানুষকে আবার কাছে টানতে দলের কর্মীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দুর্গাপুরে একটি কর্মিসভায় যোগ দিতে এসে তিনি বলেন, ‘‘আজ আমি সিপিএম, তৃণমূলের নিন্দা করব না, আত্মসমালোচনা করব। লোকসভা ভোটের পরে আমার কাছে বিজেপি-তে যোগ দিতে চেয়ে অনেকের ফোন আসত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০৩:২৭
Share:

কাঁকসার গোপালপুরে বিজেপি-র জয় বন্দ্যোপাধ্যায়। ছবি: বিশ্বনাথ মশান।

মানুষকে আবার কাছে টানতে দলের কর্মীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দুর্গাপুরে একটি কর্মিসভায় যোগ দিতে এসে তিনি বলেন, ‘‘আজ আমি সিপিএম, তৃণমূলের নিন্দা করব না, আত্মসমালোচনা করব। লোকসভা ভোটের পরে আমার কাছে বিজেপি-তে যোগ দিতে চেয়ে অনেকের ফোন আসত। কিন্তু ইদানীং একটা ফোনও আসে না। বিজেপি-তে কিছু সুবিধাবাদী লোক জায়গা করতে চাইছে। আমাদের দলে তাদের কোনও স্থান নেই।’’ তাঁর বক্তব্য, ‘‘মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমাদের উপর, তাঁদের আবার কাছে আনতে হবে।’’

Advertisement

এ দিন তিনি দুর্গাপুরের শঙ্করপুরে দলের একটি অফিসের উদ্বোধন করেন। বিকেলে কাঁকসার গোপালপুরে দলের সমাবেশে যোগ দিয়ে রাজ্য সরকারের নানা কাজের সমালোচনা করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement