Rahul Sinha

মুখ্যমন্ত্রীকে আপত্তিকর কটাক্ষ, নাম না করে কুকথা বললেন রাহুল সিংহ

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এবং টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দের সোমবারের বৈঠকের প্রসঙ্গ তুলতেই রাহুল সিংহ বলে বসেন, ‘‘একটা পেতনি-তেই অতিষ্ঠ বাংলার মানুষ। সেখানে বাইরে থেকে আরও ভূত-পেতনি এসে জড় হলে বাংলার মানুষের কী হবে?’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৫১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল সিংহ। ফাইল চিত্র।

নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পেতনি’বলে কটাক্ষ করে নয়া বিতর্কের জন্ম দিলেন বিজেপি নেতা রাহুল সিংহ। মঙ্গলবার বিজেপির রাজ্য কিসান মোর্চার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার ফাঁকে এই মন্তব্য করে বসেন তিনি।

Advertisement

রাজ্যের কৃষকদের নানা সমস্যা নিয়ে রাজ্য সদর দফতরে ছিল বিজেপির কিসান মোর্চার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই সাংবাদিকরা রাহুল সিংহকে প্রশ্ন করেন লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট এবং সেই জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব নিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে বেড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আনাগোনা। কখনও ফারুক আবদুল্লা, কখনও চন্দ্রবাবু নাইডু, কখনও কে চন্দ্রশেখর রাও, বিভিন্ন সময়ে রাজ্যে এসে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের অবস্থান আরও মজবুত করতেই এই সব বৈঠক, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এবং টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দের সোমবারের বৈঠকের প্রসঙ্গ তুলতেই রাহুল সিংহ বলে বসেন, ‘‘একটা পেতনি-তেই অতিষ্ঠ বাংলার মানুষ। সেখানে বাইরে থেকে আরও ভূত-পেতনি এসে জড়ো হলে বাংলার মানুষের কী হবে?’’

Advertisement

আরও পড়ুন: রোদ্দুর হয়ে গেলেন অমলকান্তির কবি নীরেন্দ্রনাথ (১৯২৪-২০১৮)

সরাসরি নাম না করলেও মুখ্যমন্ত্রীকে নিয়ে রাহুল সিংহের এই অশালীন মন্তব্যে অবাক রাজনৈতিক মহল। অবশ্য শুধু এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নানা অশালীন মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাহুলের সিংহের এই মন্তব্য সেই তালিকায় নয়া সংযোজন, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: দলের নির্বাচনী তহবিলে অনুদান কার? খোঁজ নিতে তৃণমূল, কংগ্রেসকে চিঠি দিল কমিশন

রাহুল সিংহের এই মন্তব্য জানার পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। তাঁর মন্তব্য, ‘‘ রাহুল সিংহের এই মন্তব্য নতুন কিছু নয়। কে কত বেশি কুকথা বলতে পারবেন, তাই নিয়ে বিজেপি নেতা-নেত্রীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অটুট জনভিত্তি। এই সব বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে টলানো যাবে না।’’

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন