Samik Bhattacharya

Shamik Bhattacharya: দেহরক্ষী নয় আসল দেহদের চাইছে মানুষ, অনুব্রতের রক্ষী গ্রেফতার নিয়ে দাবি শমীকের

রাজ্যে সিবিআই কেন তৎপরতা দেখাচ্ছে না, কেন কেন্দ্র হস্তক্ষেপ করছে না এই প্রশ্ন গেরুয়া শিবিরে নতুন নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২২ ২১:০০
Share:

শমীক ভট্টাচার্য এবং অনুব্রত মণ্ডল।

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে সিবিআই। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বললেন, ‘‘দেহরক্ষী নয়, আসল দেহদের চাইছেন মানুষ।’’ তবে কি তিনি অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের জন্য সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছেন? জবাবে শমীক বলেন, ‘‘আমি মানুষের চাওয়ার কথা বলেছি।’’

Advertisement

রাজ্যে সিবিআই কেন তৎপরতা দেখাচ্ছে না, কেন কেন্দ্র হস্তক্ষেপ করছে না, এই প্রশ্ন গেরুয়া শিবিরে নতুন নয়। গত মে মাসে রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্র এ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। রাজ্য নেতৃত্বকে সংগঠন বিস্তারে মন দিয়ে লড়াই চালাতে বলেন। তবে তাতেও যে দলের অন্দরে দাবি রয়ে গিয়েছে তা বুঝিয়ে কিছু দিন আগেই সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউব লাইভ অনুষ্ঠান ‘অ-জানাকথা’য় সিবিআই তদন্ত প্রসঙ্গে বলেছিলেন, ‘‘জেরা নয়, রেজাল্ট চাই।’’

বৃহস্পতিবার জেপি নড্ডার অনুষ্ঠানেও দর্শকাসন থেকে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে। সমর্থকদের একাংশ প্রশ্ন করেন, সিবিআই এখনও কেন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করছে না? এর পরে কিছুটা অপ্রস্তুত হয়ে নড্ডা বলেন, ‘‘দেরি হবে।’’ সমর্থকরা এই নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলতে বললেও একই উত্তর দেন নড্ডা।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় এমন ঘটনার পরে অবশ্য শমীক সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু শুক্রবারই তাঁর কথায় অন্য সুর। আর তা শুনেই আক্রমণাত্মক তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘আমি মনে করি শমীকের এখন প্রথম কাজ হচ্ছে নিজের গাড়ি করে এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীকে সিবিআই দফতরে পৌঁছে দিয়ে আসুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন