Coromandel Express Accident

মমতা এক্সপ্রেসের সামনে ‘রেড সিগন্যাল’ নীতিতে ভরসা বিজেপির, মোদীর ‘সাফল্যগাথায়’ বাদ রেল

মোদী সরকারের সাফল্যের প্রচার শুরু হয়েছে দেশ জুড়ে। চলছে বাংলাতেও। বাংলার নেতারা আর সব বললেও রেলের সাফল্য নিয়ে মুখে কুলুপ এঁটেছেন করমণ্ডলকাণ্ডের পরে। একই পথে কেন্দ্রীয় নেতারাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ০৮:৫৮
Share:

রেল দুর্ঘটনায় কি রাজনৈতিক চাপেও বিজেপি? গ্রাফিক: শৌভিক দেবনাথ।

২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে, নরেন্দ্র মোদী সরকারের ন’বছর পূর্তি পালন শুরু হয়েছে গত ১ জুন থেকে। কেন্দ্রীয় সরকার ন’বছরে কোন কোন ক্ষেত্রে সাফল্য পেয়েছে, গোটা মাস জুড়ে দেশের সর্বত্র তা প্রচারের লক্ষ্য নিয়েছে বিজেপি। এই রাজ্যেও একই পরিকল্পনা। কিন্তু ২ জুন ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনার ফলে গোড়াতেই বদলে ফেলতে হয়েছে পরিকল্পনা। ২৮৮ জনের মৃত্যুর পরে রেলের সাফল্যগাথা বাদ দিয়েছিলেন রাজ্য নেতারা। বাকি সব বিষয়ে মোদীর সাফল্যগাথা প্রচার করা হলেও ‘রেড সিগন্যাল’ নীতি রেল প্রসঙ্গে। দলের কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহও কলকাতায় এসে সেই পথেই হাঁটলেন। সব বললেও বাদ দিলেন রেল।

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর পৌত্র সিদ্ধার্থ অতীতে রাজ্য বিজেপির পর্যবেক্ষক ছিলেন। পরে উত্তরপ্রদেশের মন্ত্রী হন। এখন তিনি বিধায়ক এবং বিজেপির সর্বভারতীয় মুখপাত্রদের অন্যতম। মোদী সরকারের ন’বছর পূর্তির কর্মসূচিতেই মঙ্গলবার কলকাতায় আসেন। পরিকল্পনামাফিক তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন। সিদ্ধার্থের বিষয় ছিল, পরিবহণ ক্ষেত্রে মোদী সরকার কী কী করেছে তা তুলে ধরা। তিনি জাতীয় সড়ক, বিমানবন্দর, জলপথ নির্মাণ থেকে বিজেপি জমানায় দেশের মেট্রো রেলের অগ্রগতি নিয়ে কথা বলেন। কিন্তু দেশের পরিবহণের বৃহত্তম ক্ষেত্র রেলকে সযত্নে এড়িয়ে গেলেন তিনি। বিজেপি দাবি করে, মোদী জমানায় সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রেলের। এই সময়ে দেশীয় প্রযুক্তির ব্যবহার বেড়েছে, বন্দেভারত এক্সপ্রেসের মতো দ্রুত গতির ট্রেন এসেছে। কিন্তু সে সব নিয়ে একটিও কথা বললেন না সিদ্ধার্থ। তিনি যে বিষয়ের তালিকা লিখে নিয়ে এসেছিলেন তাতে সম্ভবত রেল ছিলই না।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের একটা বড় অংশ বাংলার। জখমও অনেকে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রেলের সাম্প্রতিক অনেক ত্রুটি বা সমস্যার কথাও সামনে চলে এসেছে। আর সেই পরিস্থিতিতে এক্সপ্রেস ট্রেনের গতিতেই আসরে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার প্রাক্তন রেলমন্ত্রীও। তবে কি বিষয়টা বাংলার ক্ষেত্রে ‘স্পর্শকাতর’ এবং ‘রাজনৈতিক’ বলেই এড়িয়ে যাচ্ছেন বিজেপি নেতারা? সেই কারণেই কি অন্য সব পরিবহণ ক্ষেত্রের কথা বললেও বাদ গেল রেল? প্রশ্ন শুনে একটু থমকে গেলেন সিদ্ধার্থ। তার পর বললেন, ‘‘মোদী সরকারের সাফল্যের তালিকা তো অনেক লম্বা। তাই একসঙ্গে সব বলা সম্ভব নয়।’’ কিন্তু সড়ক থেকে আকাশ ও জলপথের কথা বললেও শুধু রেলই বাদ কেন? আবারও প্রশ্নের জবাবে সিদ্ধার্থ বলেন, ‘‘আমি আগামিকাল (বুধবার) বিকেলে আরও একটি সাংবাদিক বৈঠক করব। সেখানেই রেলের ক্ষেত্রে সাফল্যের কথা বলব ঠিক করে রেখেছি। এক দিনে তো সব বলে দেওয়া ঠিক নয়।’’

Advertisement

বিজেপি নেতারা ‘আগামিকালের’ কথা বললেও রাজ্য রাজনীতির অভিজ্ঞ মহলের বক্তব্য, মমতা যে ভাবে বিষয়টা নিয়ে আসরে নেমে পড়েছেন তাতে বিজেপি অনেকটাই কোণঠাসা। সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা আটকে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার তাঁকে হাজিরার জন্য তলবও করেছে। বিজেপি দাবি করছে, এ সব থেকে সাধারণের দৃষ্টি ঘোরাতেই মমতা তথা তৃণমূল রেল দুর্ঘটনা নিয়ে বেশি হইচই করছে। তবে বিজেপি নেতারা আড়ালে এটাও মানছেন যে, মমতা সত্যিই চাপে ফেলে দিয়েছেন।

চাপটা শুধু রাজ্যে নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও। কারণ, প্রাক্তন রেলমন্ত্রী হিসাবে মমতা যে সব প্রশ্ন তুলেছেন এবং তুলছেন তাতে সব বিরোধী দলই হাতে অস্ত্র পাচ্ছে। সোমবারই দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামলানোর জন্য দার্জিলিং সফর বাতিল করেছেন মমতা। আগেই বালেশ্বরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। মঙ্গলবার ফের গিয়েছেন ওড়িশায়। কটক থেকে জানিয়েছেন, বাংলার ১০৩ জনের দেহ চিহ্নিত, ৯৭ জন এখনও হাসপাতালে। এখনও রাজ্যের ৩১ জনের কোনও সন্ধান মেলেনি বলেও জানিয়েছেন তিনি।

সিবিআই তদন্ত নিয়েও হালকা করে হলেও প্রশ্ন তুলে রেখেছেন মমতা। তিনি রেলমন্ত্রী থাকাকালীন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এবং সাঁইথিয়া রেল দুর্ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল। কিন্তু এক যুগ কেটে গেলেও সেই তদন্তের ফল যে প্রকাশ্যে আসেনি, সে কথা মনে করিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কটকের হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাতের পর মমতা বলেন, ‘‘সত্য ধামাচাপা দেওয়া উচিত নয়। আমি চাই, সত্যিটা সামনে আসুক। শুভবুদ্ধির উদয় হোক।’’

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে রাজ্যে একটা শোক ও ক্ষোভের পরিবেশও রয়েছে। রেল তথা কেন্দ্রের বিরুদ্ধে সাধারণ মানুষও সরব। এই সময়ে রেলের সাফল্যের কথা বলতে গেলে যে হিতে বিপরীত হতে পারে, সেটা বুঝেই আপাতত বিষয়টি এড়িয়ে যাওয়া সমীচীন মনে করছেন বিজেপি নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন