Sukanta Majumder

Sukanta Majumdar: স্কুলে নিয়োগপ্রার্থীদের আন্দোলনের পাশে সুকান্ত

তালিকায় আগে থাকা প্রার্থীকে টপকে নিয়োগ করা হয়েছে পরের প্রার্থীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ০৭:৪৬
Share:

সুকান্ত মজুমদার —ফাইল চিত্র।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে দ্রুত এবং স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে আন্দোলনরতদের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মেয়ো রোডে গাঁধী মূর্তির নিচে শিক্ষক পদপ্রার্থীদের আন্দোলন শনিবার ৩৪ দিনে পড়ল। সুকান্ত এ দিন ওই আন্দোলনকারীদের অবস্থানে গিয়ে তাঁদের সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, “ন্যূনতম যোগ্যতাও নেই, এমন লোকও এসএসসি-র মাধ্যমে শিক্ষকতার চাকরি পেয়েছেন।

Advertisement

তালিকায় আগে থাকা প্রার্থীকে টপকে নিয়োগ করা হয়েছে পরের প্রার্থীকে। কত শিক্ষক নিয়োগ করা হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কথার মিল নেই। আমরা বিজেপির তরফ থেকে প্রয়োজনে আন্দোলনকারীদের আইনি সহায়তা করতে রাজি আছি।” তৃণমূলের তরফে তাপস রায়ের প্রতিক্রিয়া, “বিষয়টি আদালতের বিচারাধীন। সুতরাং, যা দেখার আদালতই দেখবে।” প্রসঙ্গত, ওই আন্দোলনকারীরা এর আগে একই দাবিতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আন্দোলন করেছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন