Sukanta Majumdar

সন্দেশখালি-প্রচারে দিল্লি যাচ্ছেন সুকান্ত, শনি সন্ধ্যায় বক্তৃতা করবেন জেএনইউ চত্বরে

সন্দেশখালির উত্তাপকে নির্বাচনে কাজে লাগাতে মরিয়া বিজেপি। আগামী সপ্তাহেই কলকাতায় ধর্না শুরু করার পরিকল্পনা। তার আগেই শনিবার দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা সুকান্তের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩২
Share:

সুকান্ত মজুমদার। —ফাইল চিত্র।

সন্দেশখালির উত্তাপ থেকে ভোটের ডিভিডেন্ড পেতে এ বার বাংলার বাইরেও যাচ্ছে বিজেপি। শনিবার সন্ধ্যায় বাম-দুর্গ হিসাবে পরিচিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বক্তৃতা করবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পদ্মশিবির সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরেই সুকান্ত দিল্লি উড়ে যাবেন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিপ্রা হস্টেলের হল ঘরে হবে ছাত্রছাত্রী সমাবেশ।

Advertisement

বিজেপি প্রথম থেকেই তৃণমূলের নন্দীগ্রাম আন্দোলনের অনুকরণে সাজিয়েছে সন্দেশখালি অভিযান। নন্দীগ্রামের মাটি আঁকড়ে থেকেই বাংলা থেকে বামফ্রন্টকে সরানোর জমি মজবুত করেছিল তৃণমূল। লোকসভা ভোটে সাফল্য পেতে এ বার সন্দেশখালির মাটিকেই লোকসভা ভোটের ‘ঘাঁটি’ বানাতে চায় বিজেপি।

গত কয়েক দিন ধরে সন্দেশখালি নিয়ে একের পর এক কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। বিভিন্ন কমিশন সন্দেশখালি আসায় তার থেকেও ফায়দা তুলতে চেয়েছে তারা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেটা চান দলের কেন্দ্রীয় নেতারাও। সুকান্ত তো বটেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সন্দেশখালি গিয়েছেন। বাধা পেয়েছেন একাধিকবার। সেই সঙ্গে দলের বিভিন্ন মোর্চা নেতৃত্ব সন্দেশখালি অভিযান চালাচ্ছেন। বৃহস্পতিবার গ্রেফতার হন সুকান্ত। শুক্রবার গ্রেফতার হয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার তৈরি ‘দ্য বিগ রিভিল– দ্য সন্দেশখালি শকার’ নামে একটি তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে। আগামী সপ্তাহে কলকাতায় ধর্নায় বসার পরিকল্পনাও রয়েছে। এর পরে ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশে সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলাদের নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। এরই মধ্যে সন্দেশখালি নিয়ে অভিযোগ জাতীয় স্তরে পৌঁছে দিতে দিল্লি যাচ্ছেন সুকান্ত।

Advertisement

বিজেপি সূত্রে জানা গিয়েছে সঙ্ঘ পরিবারের শিক্ষা সংগঠন এবিভিপি শনিবারের সম্মেলনের আয়োজন করেছে। তবে সংগঠনের নামে সম্মেলন হচ্ছে না। বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরেই শিপ্রা হস্টেলের হলঘরে সন্দেশখালি নিয়ে বক্তৃতা করবেন সুকান্ত। সেই সঙ্গে দেখানো হতে পারে সদ্য বিজেপির পক্ষ থেকে সন্দেশখালি নিয়ে বানানো তথ্যচিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন