দাবি সিবিআই তদন্ত, বলরামপুরে অবস্থান শুরু বিজেপি-র

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবারই বলরামপুরে মিছিল করে তৃণমূল। ভোটে বিপর্যয়ের পরে শুক্রবারই ছিল বলরামপুরে তৃণমূলের প্রকাশ্য কর্মসূচি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০২:৫৬
Share:

মঞ্চে বিজেপির নেতা-নেত্রীরা। নিজস্ব চিত্র

পুরুলিয়া সদরে অবস্থান শেষ হওয়ার পরে দলীয় কর্মীদের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে শনিবার থেকে বলরামপুরে বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতৃত্ব। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবারই বলরামপুরে মিছিল করে তৃণমূল। ভোটে বিপর্যয়ের পরে শুক্রবারই ছিল বলরামপুরে তৃণমূলের প্রকাশ্য কর্মসূচি। এই প্রতিবাদ মিছিলে জেলার প্রায় সমস্ত শীর্ষ নেতাই যোগ দিয়েছিলেন। রাজনীতি নিয়ে ওয়াকিবহাল লোকজনের মতে, তৃণমূল হারানো জমি উদ্ধারের চেষ্টা করছে মনে করে বিজেপি হঠাৎ করেই বলরামপুরে বিক্ষোভ কর্মসূচি নেয়।

Advertisement

বলরামপুরে পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কের পাশে সরাই ময়দান লাগোয়া দলীয় কার্যালয়ের কাছে ধর্নায় বসেন দলের রাজ্য নেতৃত্ব। বলরামপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার নেতা-কর্মীদের পাশাপাশি এ দিন ধর্নায় উপস্থিত ছিলেন রাজ্য নেতা সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল, সংগঠনের সহ-সভাপতি শঙ্কর চৌধুরী প্রমুখ। ধর্নামঞ্চ থেকেই এ দিন ডাভা গ্রামের বাসিন্দা মৃত কর্মী দুলাল কুমারের বাড়িতে যান লকেট। পাশে থাকার আশ্বাস দেন তিনি।

দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, ‘‘আমাদের অবস্থান বিক্ষেোভ চলছিল জেলাশাসকের কার্যালয়ের উল্টোদিকে। কিন্তু শনিবার ও রবিবার জেলাশাসকের কার্যালয় বন্ধ। তাই বলরামপুরেই কর্মসূচি সরিয়ে আনলাম।’’ তিনি জানান, সোমবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বলরামপুরে এই অবস্থান-বিক্ষোভে যোগ দেওয়ার কথা। তিনি সুপুরডি, ডাভা ও আমটাঁড় তিনটি গ্রামেই যাবেন। তারপরে অবস্থান-বিক্ষোভের মঞ্চ থেকে সভাও করবেন। আগামী ১৩ জুন প্রতিটি বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হবে। ২১ জুন জেলাশাসকের কার্যালয়েও একই ভাবে বিক্ষোভ দেখানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement