HIran Chatterjee: হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়

সোমবার রাজ্যের বাজেট অধিবেশনে তাঁকে নিয়ে অশান্তি বাধে। বিজেপি-র বিধায়কেরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন বেরিয়ে যান হিরণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১২:১১
Share:

হঠাৎই অসুস্থ হিরণ চট্টোপাধ্যায় ফাইল চিত্র

হাসপাতালে ভর্তি করানো হল বিজেপি বিধায়ক এবং টলিউডের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। অসুস্থবোধ করায় মঙ্গলবার সকালেই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, শরীরে জলের মাত্রা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি বিধায়ক।

Advertisement

উল্লেখ্য, পুরসভা ভোটের সময় থেকেই অভিনয় থেকে রাজনীতিতে আসা হিরণের দৌড়ঝাঁপ চলছে। বিজেপি-র বিধায়ক হিরণ এ বার পুরভোটেও প্রার্থী হয়েছিলেন। খড়্গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়ে জয়ী হন। এ দিকে সোমবার রাজ্যের বাজেট অধিবেশনে তাঁকে নিয়ে ছোটখাট অশান্তি বাধে। বিজেপি বিধায়কেরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন বিধানসভা থেকে বেরিয়ে এসেছিলেন হিরণ। তারপর তাঁকে আর ঢুকতে দেওয়া হয়নি বিধানসভার কক্ষে। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি-র বিধায়ক। যদিও মঙ্গলবারের অসুস্থতার সঙ্গে তাঁর এই মানসিক অশান্তির কোনও সম্পর্ক রয়েছে কি না, জানা জায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement