BJP MP Pratap Sarengi meets Governor

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্গাপুরে প্রশাসনিক অভিজ্ঞতার কথা জানালেন বিজেপি সাংসদ সারেঙ্গী

বুধবার দুপুরে কলকাতার রাজভবনে আসেন প্রতাপ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভের কথাও জানান বালেশ্বরের এই বিজেপি সাংসদ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২১:২৩
Share:

(বাঁ দিকে) রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গী (ডান দিকে)। —ফাইল চিত্র।

দুর্গাপুরে রাজ্য প্রশাসন তাঁর সঙ্গে কী ব্যবহার করেছে, সেই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালেশ্বরের সাংসদ প্রতাপ সারেঙ্গী। বুধবার দুপুরে কলকাতার রাজভবনে আসেন প্রতাপ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভের কথাও জানান বালেশ্বরের এই বিজেপি সাংসদ।

Advertisement

তিনি বলেন, ‘‘গতকাল আমি দুর্গাপুরে গিয়েছিলাম। সেখান থেকেই রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয়েছিল আর আজ আমি তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমাকে নির্যাতিতার সঙ্গে প্রথমে দেখা করতে দেওয়া হয়নি। আর মহিলা কমিশনের সদস্যদের দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আসার আগে রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখে আসার কথা আগাম জানিয়েছিলাম। আমি জনপ্রতিনিধি হওয়ার কারণে আমাকে আটকানো অসংবিধানিক কাজ।’’

তাঁর সঙ্গে ১০০ জন কর্মী সমর্থক এসেছিলেন বলেই জানিয়েছেন প্রতাপ। তাঁকে আটকানো হলেও, তিনি সেইসব বাধা কাটিয়ে যেতে পারতেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা ১০ জনের প্রতিনিধি যেতে চেয়েছিলাম। আমি সারা ভারতে ঘুরেছি। এমন ঘটনার সাক্ষী কোনওদিনও হইনি। নির্যাতিতার বাবাও আমাকে ছাড়ার কথা বলেছিলেন। অনেক কাণ্ডের পর আমি ওই যুবতীর সঙ্গে দেখা করেছি।’’ প্রতাপ যে তাঁর এ হেন অভিজ্ঞতার কথা রাজ্যপালকে জানিয়েছেন, তা-ও ইঙ্গিতে বুঝিয়েছেন তিনি। রাজভবন সূত্রে খবর, সাংসদকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল বোস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement