BJP MP

Shantanu Thakur: বিজেপি আমায় চায় না, আমিও বিজেপি-কে চাই না, শীঘ্রই মুখ খুলবেন মন্ত্রী শান্তনু

বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি ফের ক্ষুব্ধ? তিনি সোমবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি থেকে বেরিয়ে যাওয়ায় এই জল্পনা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ০৫:৪৫
Share:

শান্তনু ঠাকুর

বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি ফের ক্ষুব্ধ? তিনি সোমবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি থেকে বেরিয়ে যাওয়ায় এই জল্পনা শুরু হয়েছে।

Advertisement

শান্তনু এ দিন জানান, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে থাকা নিষ্প্রয়োজন বলে মনে করছেন তিনি। বিজেপির নতুন রাজ্য পদাধিকারীমণ্ডলী এবং জেলা সভাপতিদের মধ্যে মতুয়া প্রতিনিধি না থাকাই শান্তনুর ক্ষোভের কারণ। বিজেপি সূত্রের খবর, শান্তনু দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য পদাধিকারীমণ্ডলীতে মতুয়া প্রতিনিধি আনার দাবি জানান। সেই সময়সীমা পেরোনোর পরেও তাঁর দাবি মানা হয়নি। তাই এ দিন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি ছেড়েছেন তিনি। শান্তনুর কথায়, “বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমারও ওই সব গ্রুপে থাকা নিষ্প্রয়োজন। সময়মতো সব জবাব দেব।”

কয়েক দিন আগে এই ক্ষোভেই বিজেপির পাঁচ বিধায়ক সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারীও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement