BJP

উত্তরবঙ্গের বন্যপ্রাণীদের নিয়ে উদ্বেগ! কেন্দ্রীয় মন্ত্রীর কাছে কী আবেদন বিজেপি বিধায়কদের?

পশ্চিমবঙ্গের যে সব এলাকা পরিবেশগত ভাবে সংবেদশীল, সেই সব এলাকা নিয়ে বিশেষ পরিকল্পনা (মাস্টার প্ল্যান) তৈরির আবেদন জানালেন বিজেপি বিধায়কেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৩:৩৪
Share:

কেন্দ্রের দ্বারস্থ বাংলার বিজেপি বিধায়কেরা। —নিজস্ব চিত্র।

উত্তরবঙ্গ উন্নয়ন-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করল বিজেপির পরিষদীয় দল। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবিদাওয়া সংক্রান্ত স্মারকলিপি জমা দেয় তারা।

Advertisement

পশ্চিমবঙ্গের যে সব এলাকা পরিবেশগত ভাবে সংবেদশীল, সেই সব এলাকা নিয়ে বিশেষ পরিকল্পনা (মাস্টার প্ল্যান) তৈরির আবেদন জানালেন বিজেপি বিধায়কেরা। উত্তরবঙ্গের ১০ বিধায়ক এবং সাংসদ মনোজ টিগ্গা যান পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ‍্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল কথা বলে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। জানায় বিভিন্ন উদ্বেগের কথা। বিশেষত, উত্তরবঙ্গের বিভিন্ন জাতীয় উদ্যানে নজরদারির অভাবের কথা তুলে ধরা হয়েছে বলে জানান শঙ্কর।

জলদাপাড়া, গরুমারা, সিঙ্গালীলা-সহ বিভিন্ন জাতীয় উদ্যানে রক্ষণাবেক্ষণের জন্য কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই বলে অভিযোগ বিজেপির পরিষদীয় দলের। ফলে ওই সব এলাকায় মানুষের যাতায়াত এবং কিছু কাজকর্ম বন্যপ্রাণীদের জীবনের উপর প্রভাব ফেলে। এ ছাড়াও, পর্যটকদের ভিড়ের কারণ অবাধে ওই সব এলাকায় নানা বহুতল উঠছে। যা পরিবেশগত ভাবে ক্ষতি করছে বলেও অভিযোগ বিজেপি বিধায়কদের। তাঁদের আবেদন, কেন্দ্রীয় সরকার যেন এই বিষয়গুলি গুরুত্বসহকারে দেখে। শঙ্করের কথায়, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখবেন। যা যা ব্যবস্থা নেওয়ার, তা সব পদক্ষেপই করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement