Dilip Ghosh

Sukanta Majumder: দিলীপদা ‘ব্র্যান্ড’, ওঁর বিকল্প নেই, প্রাক্তনের স্তুতিতে বিজেপি-র নতুন রাজ্য সভাপতি

রাজ্য সভাপতি থাকাকালীন সকালে দিলীপ ঘোষের ‘চায়ে পে চর্চা’ আগামী দিনেও চলবে বলে সংবর্ধনা অনুষ্ঠান থেকে জানিয়ে দেন বালুরঘাটের সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩০
Share:

বার বার দিলীপের প্রশংসা শোনা যায় সুকান্তর মুখে নিজস্ব চিত্র।

বিজেপি-র রাজ্য সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা ২৪ ঘণ্টাও হয়নি। তার মধ্যেই দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে সমন্বয়ের বার্তা দিলেন নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, ‘‘দিলীপদা ব্র্যান্ড, ওঁর বিকল্প নেই। দিলীপদার থেকেই লড়াই শিখেছি। ওঁর আদর্শকে সামনে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।’’ রাজ্য সভাপতি থাকাকালীন সকালে দিলীপের ‘চায়ে পে চর্চা’ আগামী দিনেও চলবে বলে জানিয়ে দেন বালুরঘাটের সাংসদ।
সোমবার রাতে নতুন দায়িত্ব পাওয়ার পরে মঙ্গলবার কলকাতায় বিজেপি-র সদর দফতরে যান সুকান্ত। সেখানে তাঁর জন্য একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। দিলীপ নিজেই পেন, মালা দিয়ে স্বাগত জানান তাঁর উত্তরসূরিকে। অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বার বার দিলীপের প্রশংসা শোনা যায় সুকান্তর মুখে। পূর্বসূরির নেতৃত্বে বাংলায় বিজেপি-র সাফল্যের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি।

Advertisement

রাজ্য সভাপতি থেকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে দিলীপকে। বড় দায়িত্ব পেলেও বাংলায় সুকান্তের নেতৃত্বে তিনি লড়বেন বলে জানিয়ে দিয়েছেন দিলীপও। তিনি বলেন, ‘‘আমাদের নেতা কোনও বিশেষ পরিবার বা পদবি নিয়ে জন্মান না, তাঁরা মাঠে-ঘাটে জন্মান। কাল পর্যন্ত কেউ জানতেন না কে সভাপতি হবেন। দিল্লিতে দায়িত্ব পেলেও বাংলায় আমরা সৈনিক হিসাবে সুকান্তর নেতৃত্বে লড়ব ও বাংলার পরিবর্তন করব।’’

মঙ্গলবার সকালেই আনন্দবাজার অনলাইনকে দিলীপ বলেন, ‘‘দিল্লি আমাকে বলেছে আমাকে যেমন বাংলাতেও চাই, তেমনই দিল্লিতেও চাই। তাই দিল্লি যে রকম ভাবে নির্দেশ দেবে সেই মতো কাজ করব। একই সঙ্গে বাংলায় যিনি নতুন নেতা, বিজেপি-র নতুন সভাপতি হয়েছেন, তিনি যে ভাবে আমাকে ব্যবহার করতে চাইবেন, তাই হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন