অনুমতি না পেলেও সভা, মরিয়া বিজেপি

বিজেপির রাজ্য দফতরে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, তাঁদের লাগাতার আইন অমান্য কর্মসূচি চলবে। দিল্লির নেতারাও কোথাও কোথাও যোগ দেবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০২:৩৭
Share:

রথের চাকা গড়ানো এখনও বিশ বাঁও জলে। দলের কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখতে আপাতত প্রশাসনের অনুমতি না পেলেও মিছিল-সভা করতে মরিয়া বিজেপি। পুরুলিয়ার কাশীপুর কলেজ মাঠে রবিবার সভা করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কিন্তু শনিবার রাতে প্রশাসন সেই সভার অনুমতি নাকচ করে দেয়। খুলে দেওয়া হয় মঞ্চ। তার পরেও সেখানে ট্রাক্টরে দাঁড়িয়ে সভা করে এ দিন দিলীপবাবু বলেছেন, ‘‘যেখানে যেখানে প্রশাসন সভার অনুমতি দেবে না, সেখানে সভা তো করবই, সঙ্গে মিছিলও করব।’’ যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘বেআইনি’ সভার জন্য আইনানুগ ব্যবস্থা হবে।

Advertisement

বিজেপির রাজ্য দফতরে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, তাঁদের লাগাতার আইন অমান্য কর্মসূচি চলবে। দিল্লির নেতারাও কোথাও কোথাও যোগ দেবেন। তাঁর বক্তব্য, ‘‘এক দিনের জন্য হলেও ৪২টি লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে যাব। রাজ্য প্রশাসন আমাদের আটকাতে পারবে না!’’ বিজেপির একাংশের বক্তব্য, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলীয় বৈঠকে রথযাত্রার বিষয়টিকে ‘সম্মানের লড়াই’ বলে অভিহিত করার পরে দিলীপবাবুরা এখন কিছু ‘করে দেখাতে’ মরিয়া! তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য কটাক্ষ করেছেন, আইনের আদালত বা জনতার আদালত যেখানেই যাক না কেন, বিজেপির কোনও সুবিধা হবে না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement