সিমলা থেকে আজ ফের ‘যাত্রা’ শুরু

পুলিশ অনুমতি দিতে অস্বীকার করায় কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে দিঘা থেকে গত বৃহস্পতিবার যাত্রা শুরু করেছিল যুব মোর্চা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ০৩:৪৩
Share:

উত্তর কলকাতার সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে আজ, সোমবার ফের মোটরবাইক মিছিল শুরু করবে বিজেপি-র যুব মোর্চা। যার পোশাকি নাম ‘প্রতিরোধ সঙ্কল্প যাত্রা’। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ এবং মুকুল রায় যাত্রার উদ্বোধন করবেন সকাল ১০টায়। আগামী শনিবার কোচবিহারে ওই যাত্রা শেষে সমাবেশ হবে। পুলিশ অনুমতি দিতে অস্বীকার করায় কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে দিঘা থেকে গত বৃহস্পতিবার যাত্রা শুরু করেছিল যুব মোর্চা। শুক্রবার বিবেকানন্দের জন্মদিনে তাদের ওই যাত্রায় তৃণমূলের হামলায় কর্মীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে বিজেপি-র অভিযোগ। তার পর আদালতের নির্দেশে শনি ও রবিবার যাত্রা বন্ধ ছিল। আদালতের নির্দেশেই আজ সোমবার ফের তা শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement