প্রতীকী ছবি।
করোনা পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সরকার ‘বিদ্যুৎ (সংশোধন) বিল, ২০২০’ এনে বিদ্যুৎ ক্ষেত্রকে পুরোপুরি বেসরকারিকরণের দিকে ঠেলে দিতে চাইছে, এই অভিযোগে আজ, সোমবার দেশ জুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিল বিদ্যুৎকর্মী ও ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সংগঠনের যৌথ কমিটি এনসিসিওইইই। তাদের বক্তব্য, ওই বিলের ফলে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা প্রায় পুরোটাই বেসরকারি হাতে চলে যাবে। পারস্পরিক ভর্তুকির ব্যবস্থা কার্যত উঠে যাবে, প্রি-পেড মিটার চালু হলে অনেক কর্মী কাজ হারাবেন। ইউটিইউসি এবং অল ইন্ডিয়া পাওয়ারমেন্স ফেডারেশনও (এআইপিএফ) ‘কালা দিবস’কে সমর্থনের কথা জানিয়েছে। কালো ব্যাজ পরে আজ বিদ্যুৎ প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলিতে প্রতিবাদ জানানো হবে।