John Abraham

চেহারায় আমূল বদল, ওজন কমেছে অনেকটা! জন আব্রাহাম কি অসুস্থ? উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা

পরনে কালো টি-শার্ট ও প্যান্ট। হাতের পেশি এখনও দৃশ্যমান। কিন্তু মুখে এসেছে আমূল বদল। ওজন কমে গিয়েছে অনেকটা। মাথায় কাঁচাপাকা চুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৫:১৪
Share:

জন কি অসুস্থ? ছবি: সংগৃহীত।

জন আব্রাহামকে আজও তাঁর অনুরাগীরা ‘জিস্‌ম’ ও ‘ধুম’ ছবির অভিনেতা হিসাবেই মনে রেখেছেন। সুঠাম পেশিবহুল চেহারা, গালে টোল ফেলা হাসি, একসময় ঝড় তুলেছিল মহিলা ভক্তদের মনে। সেই জনের হঠাৎ হল কী? এমন চেহারায় সামনে এলেন, যা দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

Advertisement

পরনে কালো টি-শার্ট ও প্যান্ট। হাতের পেশি এখনও দৃশ্যমান। কিন্তু মুখে এসেছে আমূল পরিবর্তন। ওজন কমে গিয়েছে অনেকটা। মাথায় কাঁচাপাকা চুল। জনকে এমন বেশে দেখতে খুব একটা কেউ অভ্যস্ত নন। তাই চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা।

সমাজমাধ্যমে জনের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। নিজের সহযোগী দলের সদস্যদের সঙ্গে দেখা যায় অভিনেতাকে। কিন্তু এমন বদল কেন তাঁর চেহারায়? অনুরাগীরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “এটা কী হয়েছে জনের? এত বদল! উনি সুস্থ আছেন তো? এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা নয় তো?” আর এক জন প্রশ্ন করেছেন, “দেখে মনে হচ্ছে, ওঁর ওজন হঠাৎ অনেকটা কমে গিয়েছে। ওজন কমে যাওয়ার জেরেই মুখের বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে।” জনের এক অনুরাগী লিখেছেন, “ওঁর বয়স এখন ৫৪। চেহারায় বদল আসা খুব স্বাভাবিক। দয়া করে ওঁকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। উনি সুস্থই আছেন।” কেউ কেউ আবার মনে করছেন, কোনও নতুন চরিত্রের জন্যই চেহারায় এমন বদল এনেছেন তিনি।

Advertisement

জনের সমাজমাধ্যমে অবশ্য এমন ‘লুক’-এর কোনও ছবি প্রকাশিত হয়নি। কোনও বিবৃতিও প্রকাশ করা হয়নি। জনকে শেষ দেখা গিয়েছিল ‘তেহরান’ ছবিতে। ছবিটি প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement