Blood Bank

বাসে, ভ্যানেই ব্লাড ক্যাম্প

পুলিশই শুধু রক্তদানের আয়োজন করতে পারবে, এই নিয়ম শিথিল করে নতুন ব্যবস্থা শুরু হল শুক্রবারই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০১:৪৪
Share:

—নিজস্ব চিত্র।

সঙ্কটে রক্তদানের আসরে মুছে গেল রাজনৈতিক ভেদরেখা।

Advertisement

সিপিএমের আয়োজিত ‘ব্যালকনিতেই ব্লাড ক্যাম্প’ কর্মসূচিতে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর পাশাপাশিই উপস্থিত থাকলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পুলিশই শুধু রক্তদানের আয়োজন করতে পারবে, এই নিয়ম শিথিল করে নতুন ব্যবস্থা শুরু হল শুক্রবারই। আপাতত ব্লাড ব্যাঙ্কের বাস বা ভ্যান গিয়ে এলাকা থেকে রক্ত সংগ্রহ করতে পারবে। তবে ৩০ জনের বেশি সেখানে রক্ত দিতে পারবেন না।

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে নেতাজিনগরের নারকেলবাগানে এ দিন সিপিএমের আয়োজিত কর্মসূচি দিয়েই সূচনা হয়েছে এই ব্যবস্থার। অরূপ বলেন, ‘‘রক্তদান একটা মহৎ কাজ। মানুষের সঙ্কটের সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিশেষ ব্যবস্থা চালু হল। এখন এই পদ্ধতিতেই রক্ত দেওয়া চলবে।’’

Advertisement

নেতাজিনগরে রক্তদানের আসরে মুছে গেল রাজনৈতিক ভেদরেখা। —নিজস্ব চিত্র।

সুজনবাবুর বক্তব্য, ‘‘সরকারি গাড়িতে রক্ত দেওয়ার সূচনা হয়েছে এ দিন। মন্ত্রীরা এসেছেন, তাঁদের স্বাগত জানিয়েছি। রক্ত দেওয়ার কর্মসূচিতে সকলেরই যাওয়া উচিত।’’ টালিগঞ্জ মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ, শনিবার বিজয়গড়ে রক্তদানের আসরেও দুই মন্ত্রী অরূপ ও চন্দ্রিমা থাকবেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন